আগরতলা, ১৬ ডিসেম্বর : প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যের বর্তমান সরকার স্বচ্ছ মনোভাব নিয়ে জনগণের কল্যাণে কাজ করছে। রাজ্যের জনগণের প্রকৃত উন্নয়নই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আজ আগরতলার জয়নগরে ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা' অভিযান উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর রাজ্যে আগমনকে কেন্দ্র করে আগরতলা পুর নিগম গত ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা' অভিযান কর্মসূচি হাতে নিয়েছে।এই অভিযানের মাধ্যমে আগরতলা পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় সাফাই কর্মসূচি সংগঠিত করা হচ্ছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন হচ্ছে স্বচ্ছ ভারত তৈরি করা। প্রধানমন্ত্রীর এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে রাজ্যেও স্বচ্ছতা অভিযান নিয়মিত সংগঠিত করা হচ্ছে। শুধু শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা নয়, মানুষের মনন ও চিন্তনকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপর মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেন।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার জনগণের কল্যাণে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করে কাজ করে যাচ্ছে। জনগণ যাতে সরকারকে নিজের সরকার বলে ভাবতে পারেন তারজন্য 'আমার সরকার' পোর্টাল চালু করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে মানুষের দোর গোড়ায় পৌঁছে যায় তারজন্য প্রতি ঘরে সুশাসন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের আন্তরিক উদ্যোগের ফলে রাজ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাজ্যে ৬টি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে এবং নতুন আরও ৭টি জাতীয় সড়ক নির্মাণের জন্য ১০ হাজার ২২২ কোটি টাকার বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া রাজ্যে ৪টি রোপওয়ে নির্মাণের বরাদ্দও পাওয়া গেছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে রেল যোগাযোগের উন্নয়নের ফলে বর্তমানে আগরতলা থেকে ১২টি এক্সপ্রেস ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করছে। পাশাপাশি আগরতলা রেল স্টেশনটিকে দেশের অন্যতম আধুনিক রেলওয়ে স্টেশনে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরকে উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বিমানবন্দরে রূপান্তরিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, শহর এলাকার নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে আগরতলা পুর নিগম পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানেও পুর নিগম সর্বদা তৎপর রয়েছে। আগরতলা শহরকে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দেওয়ার লক্ষ্যেই ‘স্বচ্ছ আগরতলা, শ্রেষ্ঠ ত্রিপুরা' অভিযানের মাধ্যমে সাফাই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, শহরকে সুন্দর ও নির্মল রাখার কাজটি আগরতলা পুর নিগমের একার পক্ষে সম্ভব নয়, এক্ষেত্রে জনগণের সার্বিক সহযোগিতাও প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পারিষদ তুষারকান্তি ভট্টাচার্য, জাহ্নবী দাস চৌধুরী ও নিতু দে গুহ এবং বটতলা বাজার কমিটির সম্পাদক সঞ্জীব দাসগুপ্ত। অনুষ্ঠান শেষে জয়নগরের অবলা চৌমুহনী থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সাফাই কর্মসূচি সংগঠিত করা হয়।
Swimming Pool : পানিসাগরে আঞ্চলিক শারীর শিক্ষন মহাবিদ্যালয়ে নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন