Weapon Recovery : ব্রহ্মছড়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি বন্দুক ! - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Weapon Recovery : ব্রহ্মছড়ার গভীর জঙ্গল থেকে উদ্ধার দেশি বন্দুক !

Share This


 তেলিয়ামুড়া, ২৩ এপ্রিল : পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হল দেশি বন্দুক। ঘটনা তেলিয়ামুরা থানাধীন ব্রহ্মছড়ার গভীর জঙ্গলে। তেলিয়ামুড়া থানার পুলিশ বন্দুকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কি উদ্দেশ্যে কোথা থেকে এই বন্দুকটি গভীর জঙ্গলে এলো এই নিয়ে পুলিশ কিছু জানাতে না পারলেও তাদের অনুমান এই বন্দুকটি শিকারের কাজে ব্যবহার করা হতো।

 

জানা গেছে রবিবার সকালে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে  ব্রহ্মছড়ার বালুছড়া এলাকার জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় রয়েছে একটি তাজা দেশি বন্দুক। এলাকাবাসী যখন লাকড়ি সংগ্রহ  করতে যায় তাদের নজরে আসে এটি জঙ্গলে পরে রয়েছে। ঘটনাটি প্রত্যক্ষ করে থানায় খবর দিলে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশি বন্ধুকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের অনুমান নাশকতার উদ্দেশ্যে এই বন্দুকটি এখানে রাখা হয়েছিল, অথবা বনদস্যুদের ব্যবহৃত অস্ত্র হতে পারে এটি। তবে পুলিশের প্রাথমিক অনুমান এই বন্দুকটি শিকারের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে।



Political : বিজেপির বুথ সশক্তিকরন কর্মশালায়  প্রশিক্ষণপ্রাপ্ত কার্যকর্তাদের বেশি করে মানুষের কাছে যাওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad