ধর্মনগর, ২৮ সেপ্টেম্বর : রাজ্যে মাদকদ্রব্যের পাচার ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ সম্পর্কে কোনও ধরনের আপোষ করবে না রাজ্য সরকার। রাজ্যের আরক্ষা বাহিনী এক্ষেত্রে ভালো কাজ করছে। কিন্তু শুধু পুলিশের দ্বারা মাদকের ব্যবহার ও পাচার বন্ধ করা সম্ভব হবে না। সকলকে মিলে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমায় বাগবাসা পুলিশ স্টেশনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। উল্লেখ্য, বাগবাসা পুলিশ ফাঁড়িকে বাগবাসা থানায় উন্নীত করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলার দিক থেকে বিভিন্ন বিভাগে ত্রিপুরা দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। রাজ্যে এখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রাজ্যে শান্তির পরিবেশ রয়েছে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, উত্তর ত্রিপুরা জেলায় মহিলা সংক্রান্ত অপরাধ আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। রাজ্যের আরক্ষা দপ্তরকে শক্তিশালী করে তোলা হচ্ছে। রাজ্যে টিএসআর'র দুটি আইআর বাহিনী করা হয়েছে। নেশামুক্ত ত্রিপুরা গঠনে এনডিপিএস মামলায় ২০২২ সালে প্রায় ৭৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে ও ৫১ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, বাগবাসা ফাঁড়ি থানায় উন্নীত হওয়ায় মাদক পাচার বন্ধ করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক যাদবলাল নাথ। উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, ইনস্পেক্টর জেনারেল সৌমিত্র ধর, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি প্রমুখ।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এদিন ধর্মনগর মহকুমার কালাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস করেন । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার সম্প্রসারণে সরকার অগ্রাধিকার দিয়েছে। এজন্য বিদ্যালয়গুলির পরিকাঠামোগত উন্নয়নে লজিস্টিক সাপোর্ট ও বিদ্যালয়গুলির নতুন পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, গুণগত শিক্ষার প্রসারে রাজ্যে এনসিইআরটি'র সিলেবাস চালু হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে। তাছাড়াও সুপার-৩০, মুখ্যমন্ত্রী মেধা পুরস্কার, বৃত্তিমূলক শিক্ষা, স্মার্ট ক্লাস গুণগত শিক্ষার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি দেশকেও ভালোবাসতে হবে। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, বিধায়ক বিনয়ভূষণ দাস, বিধায়ক যাদবলাল নাথ, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, পুলিশ সুপার কান্তা জাহাঙ্গির প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথ। সভাপতিত্ব করেন কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিংকু শর্মা। বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যয় হবে ৮ কোটি ৬৭ লক্ষ টাকা।
এদিনের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ধর্মনগর মহকুমার জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ চালু করার দাবি জানায়। মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়ে নতুন পাকাবাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে। ধীরে ধীরে অন্যান্য সমস্যাগুলির সমাধান করা হবে। জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল নাথ, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলা শিক্ষা আধিকারিক সনৎ কুমার নাথ প্রমুখ। উল্লেখ্য, জয়নগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা। চারটি অতিরিক্ত শ্রেণীকক্ষ ছাড়াও রয়েছে কালচারেল হল, লাইব্রেরি ও প্রধান শিক্ষকের কক্ষ।
E-Cabinet System : ত্রিপুরায় ই-ক্যাবিনেট ব্যবস্থার সূচনা, সফল 'ই-অফিস' দপ্তরকে দেওয়া হল সংবর্ধনা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন