আগরতলা, ৩০ অক্টোবর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাস। সোমবার দুপুরে কুমারঘাট রতিয়াবাড়িস্তিত নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক পুত্র এক কন্যা, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে বাসভবনে ছুটে আসেন বর্তমান মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান চন্দ্র দাস, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ আরও অনেকে। প্রয়াত সুনীল চন্দ্র দাস কংগ্রেস -টিইউজেএস জোট জমানায় মন্ত্রী ছিলেন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের প্রয়াণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সুনীল চন্দ্র দাস ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তাঁর প্রয়াণে রাজ্য একজন জনদরদী নেতাকে হারালো।'
শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত সুনীল চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত সুনীল চন্দ্র দাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন