Drug Dealing : লক্ষ্মী পুজোর দিনে পুলিশের জালে ২ নেশা কারবারি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Drug Dealing : লক্ষ্মী পুজোর দিনে পুলিশের জালে ২ নেশা কারবারি

Share This

 


বিশালগড়, ২৮ অক্টোবর : শনিবার বিকেলে ড্রাগস পাচার খালি পুলিশের হাতে ধৃত দুই নেশা কারবারি । ঘটনা এদিন বিকেল তিনটা নাগাদ বিশালগড় থানাধীন রাউৎখলা এলাকায়। এই বাঁচার কাজে ব্যবহৃত একটি বাইক এবং গাড়ি বাজে আবদ্ধ করে পুলিশ ধৃত ২ নেশা কারবারিকে বিশালগড় থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ ছদ্মবেশে বিশালগড় রাউৎখলা কালী মন্দিরের পাশে উৎ পেতে বসে। এতে সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করে। তাদের তল্লাসি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগারের ১০০ টি খালি কৌটা, ৬গ্ৰাম হেরোইন এবং নগদ ৯ হাজার পাঁচশ ৬৫ টাকা । পুলিশ সঙ্গে সঙ্গে দুই যুবক সহ তাদের সাথে থাকা মোটর বাইক ও মারুতি গাড়িটি আটক করে।  ধৃত নেশা কারবারিদের নাম অভিজিৎ সাহা ওরফে ভিকি বাড়ি বিশালগড় রাউৎখলা  এবং বিষ্ণু দাস বাড়ি বিশালগড় নেহাল চন্দ্রনগর এলাকায়। বিশালগড় থানার পুলিশ দুজনের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে।




Governor of Tripura : ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করলেন নবনিযুক্ত রাজ্যপাল


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad