আগরতলা, ১৭ আগস্ট : শুক্রবার রাতে ধলেশ্বর থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে এক মহিলা অটোতে তার বেগ ফেলে যায়। এই ব্যাগে ছিলো স্বর্ণের জিনিস সহ বিভিন্ন জিনিসপত্র । সবকিছুর লোভ সামলে নিয়ে পরবর্তী সময়ে অটো চালক পূর্ব থানায় গিয়ে জমা দেয় সেই ব্যাগ। থানা থেকে প্রকৃত মালিক মহিলার হাতে জিনিসপত্রগুলো তুলে দেওয়া হয় এবং অটো চালকে দওয়া হয় সংবর্ধনা ।
এই সমাজে সবাই খারাপ নন, ভালো মানুষ এখনো রয়েছে, এই সমাজে মানবিক মূল্যবোধের পরিচয় বহন করছে কিছু মানুষ। তাদের মধ্যে একজন অটো চালক সুজিত সরকার। আগরতলার ধলেশ্বর এলাকা থেকে জিরানিয়া এনআইটি যাওয়ার পথে এক মহিলা অটোতে ভুলবশত তার ব্যাগ ফেলে চলে যায়। পরবর্তী সময়ে অটো চালক এই ব্যাগ পূর্ব থানায় গিয়ে জমা দেয়। ব্যাগে স্বর্ণের জিনিস সহ বিভিন্ন জিনিসপত্র ছিল বলে জানা গেছে।
শনিবার পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি এবং সদর এসডিপিও দেবপ্রসাদ রায়ের সহযোগিতায় হারিয়ে যাওয়া স্বর্ণের অলংকার মহিলার হাতে তুলে দেন সুজিত বাবু ও তার স্ত্রী। এই মহৎ সৎ কাজের জন্য অটো চালক সুজিত সরকারকে সংবর্ধনা প্রদান করেন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় সহ আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী। এই অটোচালকের সততায় মুগ্ধ সচেতন নাগরিকরা।
Lokayukta of Tripura : লোকাযুক্ত হিসেবে ডঃ বিভাস কান্তি কিলিকদারের শপথ গ্রহণ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন