আগরতলা, ১৮ আগস্ট : রক্তের কোন ধর্ম নেই। রক্তের কোন বিকল্পও নেই। আমরা বিভিন্ন দানের কথা শুনেছি, কিন্তু সবার উপরে রয়েছে রক্তদান। রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। আজ আগরতলায় দু'টি পৃথক রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী দু'টি অনুষ্ঠানেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট'র উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজ্য অতিথিশালায়। মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলন করে এই শিবিরের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী রক্তদাতাদের সাথে কথা বলেন এবং তাদের উৎসাহিত করেন ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, প্রধান মুখ্য বনসংরক্ষক ড. কে এম কানকোরে প্রমুখ।
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউট'র রক্তদান শিবিরে আরও বলেন, রাজ্যে শীর্ষস্তরের অফিসার ও তাঁদের পরিবারবর্গের দ্বারা আয়োজিত এই রক্তদান সারা রাজ্যে একটি বিশেষ বার্তা নিয়ে যাবে। এটা একটা দৃষ্টান্তও বটে। তিনি বলেন, কর্মসূত্রে দেশের বিভিন্ন রাজ্য থেকে অফিসাররা এসেছেন। সবার ঐক্যবদ্ধ এই আয়োজন যেন বৈচিত্রের মধ্যে ঐক্যকেই প্রতিফলিত করছে। মুখ্যমন্ত্রী বলেন, অফিসাররা হচ্ছেন প্রশাসনের কান্ডারী। তাদের মাধ্যমেই সরকারের কাজকর্ম রূপায়িত হয়ে থাকে। অফিসারদের সাহায্য ও দ্রুত তৎপরতার ফলেই আমরা খুব অল্প সময়ের মধ্যে রাজ্যে পঞ্চায়েতস্তর পর্যন্ত ই-অফিস ব্যবস্থা চালু করতে পেরেছি। মুখ্যমন্ত্রী সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের সামাজিক কাজের ভূয়সী প্রশংসাও করেন।
মুখ্যমন্ত্রী এদিন কৃষ্ণনগর বয়েজ ক্লাব আয়োজিত আগরতলার বিজয় কুমার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ক্লাব এলাকায় সুস্থ ও সামাজিক অবস্থা যাতে বজায় থাকে সেদিকে নাগরিকদের লক্ষ্য রাখতে হবে। এলাকার মহিলাদেরকেও ক্লাবের কাজে অংশগ্রহণ করা প্রয়োজন। মহিলারা যত বেশি যুক্ত হবেন ততই সামাজিক পরিবেশের উন্নতি হবে। শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন