Raksha Bandhan : বোনেদের হাত থেকে রাখি পড়লেন মুখ্যমন্ত্রী, সকলের নিরাপত্তায় ডাক দিলেন 'হিংসা মুক্ত ত্রিপুরা'র। - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Raksha Bandhan : বোনেদের হাত থেকে রাখি পড়লেন মুখ্যমন্ত্রী, সকলের নিরাপত্তায় ডাক দিলেন 'হিংসা মুক্ত ত্রিপুরা'র।

Share This


 আগরতলা, ১৯ আগস্ট : আমরা বারবার বলি নেশা মুক্ত ত্রিপুরা, এখন আমার মনে হয় 'হিংসা মুক্ত ত্রিপুরা' বলা উচিত। এই লক্ষ্যে সবাইকে হিংসামুক্ত ত্রিপুরা স্লোগানকে সামনে রেখে আগামী দিনে ড্রাইভ দিতে হবে। সোমবার রাখি বন্ধন উৎসব উপলক্ষে, আগরতলায় নিজের সরকারি বাসভবনে, সমাজের বিভিন্ন অংশের বোনেদের হাত থেকে রাখি গ্রহণ করে, এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি বলেন বোনেরা খুশি থাকলে সমাজের অগ্রগতিতে অনেকটা সুবিধা হয়। তাই বোনেরা যাতে রাত্রি থেকে সকাল সবসময়ই নিশ্চিন্ত মনে চলাফেরা করতে পারে, কাজ করতে পারে, সব জায়গায় যেতে পারে, তার নিরাপত্তা বিধানে সকলকে এগিয়ে আসতে হবে। 


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ্য করা যায়। এটা বহুদিনের পুরনো অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন আমরা চাইছি সব জায়গাতেই প্রীতি ও সদ্ভাব রেখে রাজনীতি করার । কোন প্রকার ঘটনার কথা সামনে এলে, সঙ্গে সঙ্গে এখন ব্যবস্থা নেয়া হয়। এর ফলে আগের তুলনায় অনেকটাই অনাকাঙ্ক্ষিত ঘটনা রাজ্যে কমে এসেছে বলে মন্তব্য করেন তিনি। 


মুখ্যমন্ত্রী বলেন প্রতি বছরের মত এবারও বিভিন্ন অংশের বোনেরা রাখি পড়াতে এসেছেন। এখন আমাদের দায়িত্ব হল তাদের দেখে রাখা । জনসংখ্যার অর্ধেকই মহিলা, আমরা অনেক সময় ভুলে যাই তারা শুধু ঘরেই কাজ করবে না, বাইরেও যেতে হয়। আজকাল বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছে বোনেরা। কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার কথা সরাসরি না উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, চারিদিকের বিভিন্ন ঘটনার কথা মাথায় রেখে তাদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আমাদের চিন্তা করতে হবে। তাই আমাদের কাজ হবে ত্রিপুরাতে আইনের শাসন যেন প্রতিষ্ঠিত হয়।




Blood Donation Camp : ২টি রক্তদান শিবিরেম মুখ্যমন্ত্রী, সামাজিক দায়বদ্ধতা নিয়ে রক্তদানে এগিয়ে আসার আহ্বান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad