আগরতলা, ১৪ আগস্ট : স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, '৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিপুরাবাসীকে আমি উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতীয় পতাকা ভারতবাসীর আশা ও আকাঙ্খাকে প্রতিনিধিত্ব করছে। এই পতাকা আমাদের জাতীয় গর্বের প্রতীক। কয়েক দশক ধরে পূর্ণমর্যদায় জাতীয় পতাকাকে উর্দ্ধে তুলে ধরতে সশস্ত্র বাহিনীর কর্মী সহ অনেক মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। বৃটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পর স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি। সম্মিলিতভাবে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে আমাদের সেই অনুভূতি জাগিয়ে তুলতে হবে। আমাদের দেশের সুরক্ষায় যেসব সশস্ত্র বাহিনীর জওয়ানগণ দেশের সীমান্ত, আকাশ, জলসীমা পাহাড়া দিচ্ছেন আমি তাদের অভিবাদন জানাই। স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমাদের রাজ্যকে নেশামুক্ত, বাল্যবিবাহ মুক্ত, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার আহ্বান জানাচ্ছি। আমাদের ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হবে। আগামী দিনগুলিতে এই পরিবর্তন আমরা দেখাতে চাই। এজন্য আমাদের সবার এগিয়ে আসতে হবে। রাজ্যবাসীকে আমি আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।'
অপরদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এক শুভেচ্ছা বার্তায় বলেন, 'জানা-অজানা বহু বীরসংগ্রামী ও দেশপ্রেমিক নাগরিকদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই অর্জিত স্বাধীনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে দেশের সার্বভৌমত্ব ও অখন্ডতাকে রক্ষা করে দেশ কৃষি, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা দিক দিয়েই উন্নতির শিখরে এগিয়ে চলেছে। আমাদের সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সেই কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করে আমরাও এই রাজ্যকে আরও শক্তিশালী ও উন্নত রাজ্য হিসাবে গড়ে তুলতে দায়বদ্ধ। সকলের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারই হোক আমাদের মহান স্বাধীনতা দিবসের মূল আহ্বান। আমি সকল রাজ্যবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন