Pension Scheme : সরকারি কর্মচারীদের জন্য এক অভিন্ন পেনশন প্রকল্পের অনুমোদন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Pension Scheme : সরকারি কর্মচারীদের জন্য এক অভিন্ন পেনশন প্রকল্পের অনুমোদন

Share This


 নতুন দিল্লি, ২৪ আগস্ট : কেন্দ্রীয় মন্ত্রীসভা সরকারি কর্মচারীদের জন্য একটি অভিন্ন পেনশন প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পে নিশ্চিত পেনশনের সংস্থান রয়েছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের প্রথম স্তম্ভটি ন্যূনতম ২৫ বছরের চাকরির ক্ষেত্রে অবসর গ্রহণের আগে শেষ বারো মাসে গড় মূল বেতনের ৫০ শতাংশ নিশ্চিত করে।  


এদিকে দেশের নকশাল প্রভাবিত রাজ্যগুলির আন্তঃরাজ্য সমন্বয় কমিটির বৈঠক আজছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী  চরমবামপন্থার কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে পরিকল্পনা ছাড়াও সংশ্লিষ্টনানা বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে উপস্থিতছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, ছত্তিশগড়েরমুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই, উপমুখ্যমন্ত্রী বিজয়শর্মা। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশ,অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রের মুখ্য সচিব এবং পুলিশের মহানিরদেশকরা এবং কেন্দ্রীয় ও রাজ্যসরকারের উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে যোগ নেন।




Food Minister : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্যের বৃদ্ধির বিরুদ্ধে সজাগ সরকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad