All Tripura Quiz 2024 : রবীন্দ্র ভবনে মেগা ক্যুইজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ জ্ঞানের মাধ্যমেই সম্ভব - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

All Tripura Quiz 2024 : রবীন্দ্র ভবনে মেগা ক্যুইজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ জ্ঞানের মাধ্যমেই সম্ভব

Share This

 


আগরতলা, ১০ নভেম্বর : মানুষের অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ জ্ঞানের মাধ্যমেই সম্ভব। বর্তমান যুগে সৃজনশীল বিনোদনের মাধ্যমে জ্ঞান আহরণের আগ্রহ বাড়াতে ক্যুইজ প্রতিযোগিতা অন্যতম উল্লেখযোগ্য একটি প্ল্যাটফর্ম। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং প্রেক্ষাগৃহে ত্রিপুরা ইনফো ডটকম আয়োজিত মেগা ক্যুইজ প্রতিযোগিতায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রতিবছর সমস্ত বয়সের জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ত্রিপুরা ইনফো ডটকম আয়োজিত ক্যুইজ প্রতিযোগিতাটি সাড়ম্বরে আয়োজিত হচ্ছে। এই ক্যুইজ প্রতিযোগিতার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন।


 মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রযুক্তির যুগে নিজেকে আপডেট রাখাও অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইনফো ডটকম ওয়েব পোর্টালটির বিভিন্ন কর্মসূচিসমূহের উপর আলোকপাত করে বলেন, এই ধরণের মেগা ক্যুইজ প্রতিযোগিতার আসর আয়োজনের মধ্য দিয়ে প্রতিফলিত হয় ত্রিপুরাও কোনও অংশে কম নয়। এধরণের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। ত্রিপুরা ইনফো ডটকম পরিচালিত মেগা ক্যুইজের গরিমা বৃদ্ধির জন্যও তিনি শুভেচ্ছা জানান। 


অনুষ্ঠানে উদ্যোক্তাদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার টাকার চেক তুলে দেন ত্রিপুরা ইনফো ডটকমের কর্ণধার জয়ন্ত দেবনাথ এবং রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত। ত্রিপুরা ইনফো ডটকম আয়োজিত ১৯তম মেগা ক্যুইজকে কেন্দ্র করে রাজ্যের ক্যুইজ প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।




Orange Festival : জম্পুইয়ের বদলে কিল্লায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad