খোয়াই, ০৮ ডিসেম্বর : তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে রবিবার থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জিলা পরিষদ, পূর্ত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই উৎসব ও মেলার আয়োজন করা হয়। উৎসব ও মেলার উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী সাহা রায়। উৎসবের উদ্বোধন করে তিনি বলেন, রাজ্য সরকার বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে পদক্ষেপ নিয়েছে। তাছাড়াও লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুদ্ধারেও সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ধামাইল নৃত্যের একটা পরম্পরা রয়েছে। অনুষ্ঠানে সংগীত সহ এই নৃত্য পরিবেশিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী ও রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মধুসূধন রায়, খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা প্রমুখ।
রাজ্যভিত্তিক ধামাইল উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার ৫০টি দল অংশ নিয়েছে। তাছাড়াও উৎসব ও মেলা উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। ধামাইল উৎসব ও মেলা উপলক্ষে চিত্রাঙ্গদা কলাক্ষেত্রের প্রাঙ্গণে বিভিন্ন স্বসহায়ক দলের ৫০টি স্টল খোলা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন