Blood Donation : অরুন্ধতীনগর ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে রক্তদান উৎসবে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Blood Donation : অরুন্ধতীনগর ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে রক্তদান উৎসবে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২১ ডিসেম্বর : রক্তদান হল একটি মহান দান। রক্তদানের মতো মহান কাজে জাতি ও ধর্মের ভেদাভেদ থাকেনা। শুধু তাই নয় রক্তদানের মাধ্যমে সৌভ্রাতৃত্বের সম্পর্কও গড়ে উঠে। আজ অরুন্ধতীনগর ইংরেজী মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালন কমিটির উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রক্তদানের মতো মহান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য জাতি ধর্ম ভেদে সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি ছাত্রছাত্রীদেরকেও রক্তদানের গুরুত্ব সম্পর্কে এখন থেকেই সচেতন করার প্রচেষ্টা নিতে হবে।


মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ছাত্রছাত্রীরা হল নরম মাটির মতো। তাদের যেভাবে গড়া হবে সেভাবেই তারা গড়ে উঠবে। তাই ছাত্রছাত্রীদের নৈতিকতা, পরোপকারীর মতো মূল্যবোধের শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের আরও আন্তরিক হতে হবে। তিনি বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে রাজ্যের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতিবোধের পরম্পরা জাগিয়ে তোলার প্রয়াস নিতে হবে। তবেই রাজ্যের উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। দেশের প্রধানমন্ত্রীও সব সময় উন্নয়ন ও জ্ঞান লাভের কথা বলে থাকেন। সমাজে যার মধ্যে উন্নত জ্ঞান লাভের ক্ষমতা থাকবে সেই এগিয়ে যাবে। তাই ছাত্রছাত্রীদের মধ্যে সর্বাধুনিক জ্ঞান লাভের শিক্ষা দেওয়া আবশ্যক। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের মধুর সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্ব দিতে হবে। কারন শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এবং উপদেশ ছাত্রছাত্রীদের মনে এমন গভীর রেখাপাত তৈরী করে যা তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই উপকারে লাগে। 


মুখ্যমন্ত্রী বলেন, মাতৃভাষা ছাড়া কোন জাতির কৃষি ও সংস্কৃতির বিকাশ সম্ভব নয়। তবে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মাতৃভাষার পাশাপাশি ইংরেজী ভাষার শিক্ষা গ্রহণও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ছাত্রছাত্রীদের সেভাবেই গড়ে তোলার জন্য শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।


মেগা রক্তদান উৎসবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পুর পারিষদ রত্না দত্ত, সম্পা সরকার চৌধুরী ও অলক রায় এবং অরুন্ধতীনগর ইংরেজীমাধ্যম বিদ্যালয়ের টিচার ইনচার্জ দুলাল সাহা। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।



Development : ঊনকোটি জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসে মুখ্যমন্ত্রী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad