আগরতলা, ২০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে মানুষের একটা স্বপ্ন, স্বপ্নের বাস্তবায়ন, মানুষের আশা আকাঙ্খা। নরেন্দ্র মোদী মানেই মানুষের সুখ দুঃখের সাথী। আর প্রধানমন্ত্রীর নির্দেশিত মার্গদর্শনে কাজ করে চলেছে রাজ্য সরকারও। মঙ্গলবার ঊনকোটি জেলার পেচারথলে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি বলেন, গায়ের জোর খাটিয়ে মানুষের অধিকার আদায় করা যায় না। গনতন্ত্রে তাঁর কোন স্থান নেই। মানুষের মন পাওয়া সম্ভব নয়। এজন্য মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে হবে। বর্তমান সরকার যেভাবে মানুষের জন্য এবং মানুষের মৌলিক অধিকার পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে তাতে আগামীতেও এই সরকারকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করবেন। আগামীতেও মানুষের আশীর্বাদে রাজ্যে এই সরকার প্রতিষ্ঠিত হবে।
একদিনের সরকারি সফরে ঊনকোটি জেলার পেচারথল, কুমারঘাট, ফটিকরায় এলাকায় যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের ভিত্তি প্রস্তর ও উদ্বোধন করেন তিনি। পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্টেডিয়ামের শিল্যান্যাস, নতুন দ্বিতল বিল্ডিং ভবনের শিল্যান্যাস, নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি গার্লস হোস্টেল, পেচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, আন্ধারছড়া বুদ্ধ ঝর্ণা রোড ও সোনাতলা থেকে বাঘাইছড়া রোডের শিল্যান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পেচারথল স্কুলের মাঠে বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সবকটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এরমধ্যে উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে রয়েছে পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবন ও পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে মিনি স্টেডিয়ামের শিলান্যাস। সেই সাথে পেচারথল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ৫০ শয্যা বিশিষ্ট জনজাতি বালিকা হোস্টেলের দ্বারোদঘাটন করেন মুখ্যমন্ত্রী। শেষে শিলান্যাস করেন ১০ শয্যা বিশিষ্ট পেচারথল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের। পরে পেচারথল দ্বাদশ শ্রেনী স্কুল মাঠে আয়োজিত সভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, ঊনকোটি জেলার জেলাশাসক বিশাল কুমার, পুলিশ সুপার কান্তা জাঙ্গির সহ অন্যান্যরা।
উদ্বোধকের বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের আরো এক দৃষ্টান্ত পেচারথল। বর্তমান সরকারের সময়ে সাধারন মানুষ কি কি সহায়তা পাচ্ছেন সেটা সবিস্তারে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন ইস্যুতে পূর্বতন সরকারের সমালোচনায়ও মুখর হন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, মানুষের মৌলিক চাহিদা পূরণ করার জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বর্তমান রাজ্য সরকার। সরকার ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব যাতে না থাকে এরজন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, গায়ের জোর খাটিয়ে মানুষের অধিকার আদায়ের চেষ্টা হয়েছে। যদিও গণতান্ত্রিক ব্যবস্থায় এর কোন স্থান নেই। গায়ের জোর খাটিয়ে মানুষের মন কোনভাবেই পাওয়া সম্ভব নয়। কারণ সেটা পুরোপুরি গণতন্ত্রের পরিপন্থী। একমাত্র শান্তি সম্প্রীতির সহাবস্থানের মাধ্যমেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে। এই নীতিতে এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ে তোলা সম্ভব হবে।
মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলি ছিল উশৃঙ্খল এবং খুন ও সন্ত্রাসের সরকার। তাদের কাছ থেকে কিছু পায় নি এই রাজ্যের জনসাধারণ। পূর্বতন সরকারগুলির ফেলে যাওয়া অপ সংস্কৃতিকে নিরসন করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সম্প্রতি আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত ঐতিহাসিক জনসভা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর প্রশংসা করে মানুষের স্বার্থে সরকারের সম্পর্ক কেমন হওয়া প্রয়োজন সেটাও বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সরকারের উপর আস্থা রাখার বার্তা দেন। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার স্বচ্ছতা নীতি মেনে কাজ করে চলেছে। আগামীদিনেও সরকার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাবে। এদিনের অনুষ্ঠানে প্রচুর সংখ্যায় মানুষের উপস্থিতি প্রত্যক্ষ হয়েছে।
Education : ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনে শিক্ষামন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন