Education : ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনে শিক্ষামন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Education : ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনে শিক্ষামন্ত্রী

Share This

 


আগরতলা, ১৯ ডিসেম্বর :  সোমবার সিমনা বিধানসভা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ । এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি রবীন্দ্র দেববর্মা, জেলা পরিষদ সদস্য কাজল কর, সমাজসেবী যোগীন্দ্র দেববর্মা ও মদন মোহন সাহা, বিদ্যাসাগর ও ঈশানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বয় সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।




 অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন, ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তোলা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এজন্য শিক্ষার ক্ষেত্রে সুদূর প্রসারী অনেকগুলি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার ফল ইতিমধ্যেই মিলতে শুরু করেছে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু পড়াশোনা করেলেই চলবে না। সংবেদনশীল হতে হবে, সামাজিক হতে হবে। তাঁদের মানুষের পাশে দাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশকে ভালবাসতে হবে। 


বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের দারোদঘাটন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিবেশিত বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শিক্ষামন্ত্রীসহ উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রীকে অভিবাদন জানানোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের আয়োজন ছিল চোখে পড়ার মতো। পরে শিক্ষামন্ত্রী ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত ভবনের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।



FIFA World Cup 2022 : ৩৬ বছর পর আবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, শুভেচ্ছা জানালেন মোদী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad