TRTC Bus Service : কসবা কালিবাড়ি- জিবি টিআরটিসি'র যাত্রীবাহী বাস পরিষেবার উদ্বোধন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

TRTC Bus Service : কসবা কালিবাড়ি- জিবি টিআরটিসি'র যাত্রীবাহী বাস পরিষেবার উদ্বোধন

Share This


 বিশালগড়, ০৭ ডিসেম্বর : রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্রগুলিকে আরও আকর্ষনীয় করে দেশ বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই ডুম্বুর জলাশয়, নারকেলকুঞ্জ, নীরমহল, ছবিমুড়া সহ বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলিকে আরও আকর্ষনীয় করে গড়ে তোলা হয়েছে। বুধবার কমলাসাগরের কসবা কালিবাড়ি থেকে আগরতলার জিবি বাজার পর্যন্ত ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের যাত্রীবাহী বাস পরিষেবার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। এ উপলক্ষে কসবা কালিবাড়ি মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


বাস পরিষেবার উদ্বোধন করে পর্যটনমন্ত্রী বলেন, পর্যটকদের সুবিধার্থে এই বাস পরিষেবা চালু করা হয়েছে। রাজ্যের পর্যটনকেন্দ্রগুলিতে বিভিন্ন পরিষেবা আরও উন্নত করে রাজ্যের পর্যটন শিল্পকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে চাইছে রাজ্য সরকার। সারা দেশের সঙ্গে রাজ্যেও কোভিড পরিস্থিতির কারণে। পর্যটনকেন্দ্রগুলিকে সাজিয়ে তোলার কাজ কিছুটা বাধাপ্রাপ্ত হয়েছে। এমবিবি বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার জন্য রাজ্য সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। রেল যোগাযোগ ব্যবস্থারও প্রভূত উন্নতি হয়েছে। বিমান এবং রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় দেশ বিদেশ থেকে আরও অনেক বেশী পর্যটক রাজ্যে আসবেন বলে পর্যটনমন্ত্রী আশা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা, ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের ভাইস চেয়ারম্যান সমর রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন নিগমের এমডি সুবল বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী গৌরাঙ্গ ভৌমিক, সুবীর চৌধুরী প্রমুখ।



Prati Ghare Sushason : ঊনকোটি গুচ্ছ কর্মসূচির মাঝে ছনতৈল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সুশাসন মেলায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad