Election Commission of India : বিধানসভার নির্বাচনী প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে রাজ্যে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Election Commission of India : বিধানসভার নির্বাচনী প্রস্তুতিপর্ব খতিয়ে দেখতে রাজ্যে ভারতের নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ দল

Share This


 আগরতলা, ১১ জানুয়ারি :  আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন ২০২৩ এর প্রস্তুতি পর্ব পর্যালোচনা করতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এক প্রতিনিধি দল দু'দিনের রাজ্য সফরে বুধবার আগরতলায় এসেছেন। প্রতিনিধি দলে এছাড়াও রয়েছেন নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল।


 রাজ্য সফরে প্রথমদিনে আজ বিকালে কমিশন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে রাজ্য অতিথিশালায় পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। পরবর্তীতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, এসপিএনও, সিইও এবং এসপিদের সাথে পর্যালোচনা বৈঠক করেন। এই সভায় মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজ্য পুলিশের নোডাল অফিসার বিধানসভা নির্বাচন, ২০২৩ এর প্রস্তুতি পর্ব এবং নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কমিশনকে বিস্তারিত তথ্য দিয়ে অবহিত করেন। কমিশন রাজ্যের প্রত্যেকটি জেলায় সম্পূর্ণ নির্বাচনী প্রস্তুতি পর্ব পর্যালোচনা করেন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার ডিইও এবং এসপিরা তাদের প্রস্তুতি সম্পর্কে কমিশনকে অবহিত করেন। কমিশন রাজ্যে একটি প্ররোচনামুক্ত ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলির নোডাল অফিসারদের সাথেও পর্যালোচনা বৈঠক করেন। 


আগামীকাল কমিশন নির্বাচনী প্রস্তুতি পর্ব সম্পর্কে রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং রাজ্য সরকারের সকল সচিবদের সাথে এক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও আগামীকাল উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গণে একটি এসভিইইপি অনুষ্ঠান করা হবে যেখানে নতুন ভোটারদের মধ্যে ভোটার পরিচয়পত্র প্রদান করা হবে এবং রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরাও রাজ্য সফরে এসেছেন।



Development : আগরতলায় শ্যামলিমা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের (বি+জি+১৪) বহুতলবিশিষ্ট মালিকানাভিত্তিক ফ্ল্যাটের ভিত্তিপ্রস্তর স্থাপন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad