Tripura Police : ক্যাপিটেল কমপ্লেক্সে বৃহৎ পরিসরে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের ভূমিপূজন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Police : ক্যাপিটেল কমপ্লেক্সে বৃহৎ পরিসরে রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের ভূমিপূজন

Share This


 আগরতলা, ০৮ জানুয়ারি : রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের নতুন ভবন ক্যাপিটেল কমপ্লেক্সে নির্মাণ করা হবে। এ উপলক্ষে সচিবালয়ের সন্নিকটে রবিবার ভূমিপূজন অনুষ্ঠিত হয়। আরক্ষা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, অতিরিক্ত মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি, আইজিপি, এআইজিপি ছাড়াও পশ্চিম জেলার পুলিশ সুপার শংকর দেবনাথ সহ বিভিন্ন বাহিনীর পদস্থ আধিকারিক ও জওয়ানগণ অংশ নেন। এর আগে মুখ্যমন্ত্রী  অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে টিএসআর সপ্তম ব্যাটেলিয়নের অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট সুদর্শন দাসের নেতৃত্বে টিএসআর ষষ্ঠ ও সপ্তম ব্যাটেলিয়নের জওয়ানগণ তাঁকে গার্ড অব অনার প্রদর্শন করেন।


 ভূমিপূজনের পর ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সাংবাদিকদের জানান, রাজ্য পুলিশের প্রধান কার্যালয় নির্মাণ করার প্রয়োজন ছিল। বর্তমানে যেখানে রাজ্য পুলিশের প্রধান কার্যালয় আছে সেখানে বিভিন্ন বিভাগের জায়গার সঙ্কুলান হচ্ছিল না। ক্যাপিটেল কমপ্লেক্সে বৃহৎ পরিসরে রাজ্য পুলিশের প্রধান কার্যালয় গড়ে উঠবে। এখানে ১ একর জমি দেওয়া হয়েছে। আরও জমি লাগবে। রাজ্য সরকার নিয়ম মেনে আরও জমি দেবে। মুখ্যমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য পুলিশের ভূমিকা প্রশংসনীয়। ত্রিপুরা পুলিশ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় কোনও অংশে কম নয়।


 পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সাংবাদিকদের জানান, ক্যাপিটেল কমপ্লেক্সে অত্যাধুনিক পুলিশ হেডকোয়ার্টার্স নির্মাণ করা হবে। নির্মাণ কাজের দায়িত্বে থাকবে এনবিসিসি ও ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড।



Urban Hut Complex : ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগমের নতুন প্রশাসনিক ভবন এবং আরবান হাট কমপ্লেক্সের উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad