Union Youth Affairs & Sports Minister : ত্রিপুরার ৮ জেলাতেই ইন্ডোর স্টেডিয়াম নির্মাণে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Union Youth Affairs & Sports Minister : ত্রিপুরার ৮ জেলাতেই ইন্ডোর স্টেডিয়াম নির্মাণে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে

Share This

 


আগরতলা, ১৩ জানুয়ারি : ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে রাজ্যের আটটি জেলাতেই কেন্দ্রীয় সরকার ইন্ডোর স্টেডিয়াম নির্মাণে সহায়তা করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রী দু'জনেই খেলাধুলার মান উন্নয়নে আন্তরিক। শুক্রবার একদিনের রাজ্য সফর শেষে এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় একথা বলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি আরও বলেন, গত ৫ বছরে শান্তি বজায় থাকার ফলে রাজ্যে সদর্থক উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নে সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সড়ক, রেল, স্বাস্থ্য, শিক্ষা সহ প্রতিটি ক্ষেত্রের উন্নয়নে কেন্দ্রীয় সরকার সর্বদা রাজ্য সরকারের পাশে ছিল।


সাংবাদিকের প্রশ্ন উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, যুব সমাজই ভারতের শক্তি। ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই যুবসমাজই গ্রহণ করবে মুখ্য ভূমিকা। খেলো ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া অভিযান ভারতবর্ষের যুবসমাজকে স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করেছে। খেলো ইন্ডিয়া অভিযানে আগামী পাঁচ বছরের জন্য ৩,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই কর্মসূচিতে নতুন প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার পাশাপাশি নতুন নতুন ক্রীড়া পরিকাঠামোও গড়ে তোলা হচ্ছে। কর্মসূচিতে প্রায় তিন হাজার খেলোয়াড়কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এরজন্য প্রতি খেলোয়াড় পিছু কেন্দ্রীয় সরকারের প্রতিবছর ছয় লক্ষ টাকা ব্যয় হচ্ছে। হাত খরচ বাবদ প্রত্যেক খেলোয়াড়কে দেওয়া হচ্ছে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। এছাড়াও টপস-এ (টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম) খেলোয়ারদের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে থাকা-খাওয়ার সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে। এছাড়াও এই স্কিমে খেলোয়াড়দের মাসিক ৫০ হাজার টাকা হাত খরচ দেওয়া হচ্ছে।


সাংবাদিকের প্রশ্ন উত্তরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, বিআইএনডি-এ (ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার এন্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট) দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও-এর পরিকাঠামগত ভোল পাল্টে নতুন অবতারে জনসমক্ষে নিয়ে আসার জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। আগামী ২০ বছর চালানোর জন্য এই দুটি প্রতিষ্ঠানের কি কি প্রয়োজন তা এই প্রকল্পের মাধ্যমে পূরণ করা যাবে। ওবি ভ্যান থেকে শুরু করে নতুন নতুন ক্যামেরা ক্রয় করা, স্টুডিও, নুতন অনুষ্ঠান তৈরি করা হবে। যাতে এই দুটি প্রতিষ্ঠান পুনরায় পূর্বের গরিমা ফিরে পায়। সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সাথে ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা প্রমুখ।



CEC of India : ত্রিপুরা বিধানসভার আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad