বিশালগড়, ১৪ জানুয়ারি : স্ত্রী ও সন্তানের উপর আক্রমণ করার অভিযোগে পুলিশের হাতে আটক গৃহস্বামী। ঘটনা শুক্রবার গভীর রাতে বিশালগড় থানার মুড়াবাড়ি এলাকায়। অভিশপ্ত ব্যক্তির নাম শহীদ মিয়া । জানা গেছে পেশায় রংমিস্ত্রি সহীদ মিয়া প্রতিনিয়তই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও সন্তানের উপর আক্রমণ চালায়। শুক্রবার রাতে আক্রমণের মাত্রা সীমা ছাড়িয়ে যায়। পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসে এলাকাবাসী একসময় উত্তেজিত হয়ে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির দুহাত বেঁধে রাখে। পরে এলাকাবাসী খবর দেয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বামী সহীদ মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন