Development : নাগেরজলা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Development : নাগেরজলা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ১৪ জানুয়ারি :  আগরতলা শহরের উন্নয়ন ও সৌন্দর্যায়নে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এ সমস্ত পরিকল্পনা যথাযথভাবে রূপায়ণও করা হচ্ছে। এজন্য শহরবাসীকে কোন আন্দোলন করতে হচ্ছেনা। আজ নাগেরজলা পুকুরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। এই প্রকল্পটি রূপায়ণে ব্যয় হবে প্রায় ৫৩ লক্ষ টাকা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পটি রূপায়ণে স্থানীয় মর্ডাণ ক্লাবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই ক্লাব এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও নেশামুক্ত পরিবেশ গড়ে তুলতে ভূমিকা নেবে।

 

মুখ্যমন্ত্রী বলেন, আমরা ত্রিপুরাকে সুন্দর করে সাজাতে চাইছি। রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি আগরতলা শহরের উন্নয়ন ও সৌন্দর্যায়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। রাজ্যের বর্তমান সরকারও সেই দিশায় কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সাউথ জোনালের চেয়ারম্যান কর্পোরেটর অভিজিৎ মল্লিক ও আগরতলা পুর নিগমের অতিরিক্ত কমিশনার সাজ্জাদ পি। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত।



Crime : স্ত্রী-পুত্রকে মারধোর করার অপরাধে আটক গৃহস্বামী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad