কাঠমান্ডু, ১৫ জানুয়ারি : নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে আজ সকালে বাহাত্তর আসনের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। ইয়েতি এয়ারলাইন্সের ক্ষতিগ্রস্ত বিমানটিতে ছিলেন ৬৮ জন যাত্রী এবং চারজন বিমানকর্মী। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বিমানটির মধ্যে মধ্যে ৫ জন ভারতীয়, নেপালি নাগরিক রয়েছেন ৫৩ জন, কোরিয়ার দুইজন এবং চারজন রুশ নাগরিক ছিলেন। একই সাথে আর্জেন্টিনা ফ্রান্স এবং আয়ারল্যান্ডের একজন করে নাগরিক বিমানটিতে ছিলেন বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন