PM Visit To Cyprus : প্রধানমন্ত্রী মোদীকে ‘মাকারিওস তৃতীয়’-এর অর্ডার অব গ্র্যান্ড ক্রস প্রদান করলো সাইপ্রাস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

PM Visit To Cyprus : প্রধানমন্ত্রী মোদীকে ‘মাকারিওস তৃতীয়’-এর অর্ডার অব গ্র্যান্ড ক্রস প্রদান করলো সাইপ্রাস

Share This

 


নতুন দিল্লি, ১৬ জুন : সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোডুলিদেস সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান “অর্ডার অব মাকারিওস তৃতীয়”-এর ‘গ্র্যান্ড ক্রস’ সম্মাননা প্রদান করেন। ১.৪ বিলিয়ন ভারতীয়র পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, সাইপ্রাস সরকার এবং সাইপ্রাসের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


ভারতের প্রধানমন্ত্রী এই সম্মাননাটি ভারত ও সাইপ্রাসের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন, যা পারস্পরিক মূল্যবোধ ও আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মাননা ভারতের প্রাচীন দর্শন “বসুধৈব কুটুম্বকম” অর্থাৎ “পুরো বিশ্ব এক পরিবার”—এর প্রতি একটি স্বীকৃতি, যা বৈশ্বিক শান্তি ও অগ্রগতির জন্য ভারতের দৃষ্টিভঙ্গিকে পথনির্দেশ করে।


প্রধানমন্ত্রী অর্ডার অব গ্র্যান্ড ক্রস সম্মাননাকে ভারত ও সাইপ্রাসের মধ্যকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বহুমুখী করার এক নতুন প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, এই পুরস্কার দু’দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রতীক।




DAJBA at Agartala : রাজ্যভিত্তিক ধরতী আবা জনভাগিদারী অভিযানের সূচনায় জনজাতি কল্যাণমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad