PM Visit To Cyprus : প্রধানমন্ত্রী মোদীকে ‘মাকারিওস তৃতীয়’-এর অর্ডার অব গ্র্যান্ড ক্রস প্রদান করলো সাইপ্রাস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

IMG_20210801_114612

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

demo-image

PM Visit To Cyprus : প্রধানমন্ত্রী মোদীকে ‘মাকারিওস তৃতীয়’-এর অর্ডার অব গ্র্যান্ড ক্রস প্রদান করলো সাইপ্রাস

Share This

 


নতুন দিল্লি, ১৬ জুন : সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস খ্রিস্টোডুলিদেস সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাইপ্রাসের সর্বোচ্চ সম্মান “অর্ডার অব মাকারিওস তৃতীয়”-এর ‘গ্র্যান্ড ক্রস’ সম্মাননা প্রদান করেন। ১.৪ বিলিয়ন ভারতীয়র পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, সাইপ্রাস সরকার এবং সাইপ্রাসের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


Screenshot_2025-06-16-18-51-26-55_a23b203fd3aafc6dcb84e438dda678b6

ভারতের প্রধানমন্ত্রী এই সম্মাননাটি ভারত ও সাইপ্রাসের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন, যা পারস্পরিক মূল্যবোধ ও আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী বলেন, এই সম্মাননা ভারতের প্রাচীন দর্শন “বসুধৈব কুটুম্বকম” অর্থাৎ “পুরো বিশ্ব এক পরিবার”—এর প্রতি একটি স্বীকৃতি, যা বৈশ্বিক শান্তি ও অগ্রগতির জন্য ভারতের দৃষ্টিভঙ্গিকে পথনির্দেশ করে।


প্রধানমন্ত্রী অর্ডার অব গ্র্যান্ড ক্রস সম্মাননাকে ভারত ও সাইপ্রাসের মধ্যকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় ও বহুমুখী করার এক নতুন প্রতিশ্রুতি হিসেবে বিবেচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, এই পুরস্কার দু’দেশের শান্তি, নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং সমৃদ্ধির প্রতি অবিচল প্রতিশ্রুতির প্রতীক।




DAJBA at Agartala : রাজ্যভিত্তিক ধরতী আবা জনভাগিদারী অভিযানের সূচনায় জনজাতি কল্যাণমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages