আগরতলা, ১৭ ফেব্রুয়ারি : বিধানসভার ত্রয়োদশ সাধারণ নির্বাচনে গতকাল রাজ্যে ২৪ লক্ষ ৬৬ হাজার ৫১১ জন ভোটার ইভিএমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। রাজ্যে এবার মোট ভোটারের সংখ্যা ছিল ২৮ লক্ষ ১৪ হাজার ৫৮৪ জন। সেই হিসেবে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৩ শতাংশ। রাজ্য নির্বাচন দপ্তর থেকে এই তথ্য পাওয়া গেছে। ব্যাপক মাত্রায় ভোটাররা নিজেদের মতাধিকার প্রয়োগ করায় বিজেপির জয় নিশ্চিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন এবারের নির্বাচনে এক অভূতপূর্ব ইতিহাস রচিত হয়েছে।
গত কালকের ভোটদান সম্পর্কে নির্বাচন দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী
১- সিমনা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৯৬ শতাংশ।
২ মোহনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৩০ শতাংশ।
৩-বামুটিয়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫১ শতাংশ।
৪-বড়জলা (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.০১ শতাংশ।
৫-খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৫১ শতাংশ।
৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.১৩ শতাংশ।
৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮০.০০ শতাংশ।
৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৭৯.৯৪ শতাংশ।
৯-বনমালিপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮০.৫১ শতাংশ।
১০-মজলিশপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫০ শতাংশ।
১১- মান্দাইবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.২৬ শতাংশ।
১২-টাকারজলা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৪৯ শতাংশ।
১৩-প্রতাপগড় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৪১ শতাংশ।
১৪-বাধারঘাট (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৭০ শতাংশ।
১৫-কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৪২ শতাংশ।
১৬- বিশালগড় বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৯২ শতাংশ।
১৭ গোলাঘাটি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৮১ শতাংশ।
১৮-সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৫০ শতাংশ।
১৯- চড়িলাম (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.২৯ শতাংশ।
২০-বক্সনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৭৮ শতাংশ।
২১-নলছড় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬০ শতাংশ।
২২-সোনামুড়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.০৪ শতাংশ।
২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৫১ শতাংশ।
২৪- রামচন্দ্রঘাট (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯৩৪ শতাংশ।
২৫- খোয়াই বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯১.১৯ শতাংশ।
২৬-আশারামবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.২৪ শতাংশ।
২৭-কল্যাণপুর-প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৮০ শতাংশ।
২৮-তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৮৩ শতাংশ।
২৯-কৃষ্ণপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৯৫ শতাংশ।
৩০-বাগমা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৮২ শতাংশ।
৩১-রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.০৭ শতাংশ।
৩২-মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.১৬ শতাংশ।
৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৫৮ শতাংশ।
৩৪-রাজনগর (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৮.৮৫ শতাংশ।
৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.২৯ শতাংশ।
৩৬-শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬৪ শতাংশ।
৩৭-ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.২৫ শতাংশ।
৩৮- জোলাইবাড়ি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯১.৭৮ শতাংশ।
৩৯-মনু (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯২.০৯ শতাংশ।
৪০- সারুম বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৯০.৬৩ শতাংশ।
৪১- অম্পিনগর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৯১ শতাংশ।
৪২-অমরপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.০০ শতাংশ।
৪৩-করবুক (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৯.৫৭ শতাংশ।
৪৪- রইমাভ্যালি (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৮৬ শতাংশ।
৪৫-কমলপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.০৬ শতাংশ।
৪৬-সুরমা (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৬০ শতাংশ।
৪৭-আমবাসা (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৫ শতাংশ।
৪৮-করমছড়া (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৯৩ শতাংশ।
৪৯-ছামনু (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬৬৮ শতাংশ।
৫০-পাবিয়াছড়া (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৬৬ শতাংশ।
৫১- ফটিকরায় (এসসি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৭.৪৬ শতাংশ।
৫২-চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.০৭ শতাংশ।
৫৩-কৈলাসহর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮১.৫৪ শতাংশ।
৫৪-কদমতলা-কুর্তি বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.৬৫ শতাংশ।
৫৫- বাগবাসা বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.১৪ শতাংশ।
৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.৫৬ শতাংশ।
৫৭-যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৬.৭৩ শতাংশ।
৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৩.৫৮ শতাংশ।
৫১-পেস্টারফল (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮৪.২৭ শতাংশ।
৬০-কাঞ্চনপুর (এসটি) বিধানসভা কেন্দ্রে ইভিএমে ভোটদানের হার ৮১.২২ শতাংশ।
এদিন সকালে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা ছুটে যান উদয়পুরের মাতা বাড়িতে । সেখানে তিনি সকলের মঙ্গল কামনায় পুজো দেন। পরে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এবারের বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাতে গত ৩৫ বছরের ইতিহাস ম্লান করে দিয়ে এক নতুন অধ্যায় রচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গত পাঁচ বছরের সরকারের প্রতি মানুষের বিপুল আস্থা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী । এই আস্থার উপর ভর করে দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় সরকার প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী।
Tripura Assembly Election 2023 : নির্বিঘ্নে ভোট, বিকেল চারটা পর্যন্ত ভোটের হার ৮১.১ শতাংশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন