Tripura Assembly Election 2023 : নির্বিঘ্নে ভোট, বিকেল চারটা পর্যন্ত ভোটের হার ৮১.১ শতাংশ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Assembly Election 2023 : নির্বিঘ্নে ভোট, বিকেল চারটা পর্যন্ত ভোটের হার ৮১.১ শতাংশ

Share This

 


আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : রাজ্যে উৎসবের মেজাজে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নির্বাচন । বৃহস্পতিবার সকাল সাতটা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয় । ভোট গ্রহণ চলার কথা বিকাল চারটা পর্যন্ত । তবে বহু বুথে ভোট গ্রহনের নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পরেও ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা যায়, এই লাইন শেষ হতে অন্তত সন্ধ্যা সাড়ে সাতটা বেজে যাবে বলে অনুমান সকলের। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জানানো হয়েছে কোন বুথে একজন ভোটার থাকলেও তার ভোটদান নিশ্চিত করা হবে ।


বিকাল চারটা পর্যন্ত প্রাপ্ত খবর অনুসারে রাজ্যে ৮১.১ শতাংশ ভোট পড়েছে ।  শেষ পর্যন্ত এই হার ৯০ শতাংশের উপর পৌঁছে যেতে পারে বলে খবর। ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যের কোথাও বড় ধরনের কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  আগরতলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে তুলনায় বেশি । আগরতলার কোন কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি । শাসক বিরোধী উভয় দল ভোট নিয়ে মোটের উপর সন্তোষ প্রকাশ করেছে। ভোটগ্রহণ নিয়ে নিরাপত্তা বাহিনীর ভূমিকা প্রসঙ্গে সন্তোষজনক প্রতিক্রিয়া মিলেছে ভোটারদের কাছ থেকে । এ নিয়ে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও মোটের উপর সন্তোষ প্রকাশ করেছেন । 


এবারের বিধানসভা নির্বাচনকে ঘিরে ছোটখাটো যে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, বিশালগড় ৪৮ নং বুথে নিরাপত্তা বাহিনীর লাঠি চার্জে আহত হন একজন। গোলাঘাটি কেন্দ্রের ৪৯ নং বুথে তিপ্রামথার বিরুদ্ধে রেগিংয়ের অভিযোগ করেন বিজেপি প্রার্থী  হিমানী দেববর্মা। ধনপুর দশরথ বাড়িতে বিজেপি কর্মীর কান ফাটিয়ে দেয‌ওয়ার অভিযোগ উঠেছে মথার দুষ্কৃতীদের বিরুদ্ধে । ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ নং শ্রীনাথপুর হাই স্কুলে ইভিএমে  কংগ্রেসের সিম্বলের উপর কালো স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগে  উত্তেজনা দেখা দেয়।


এদিকে প্রয়াত এন সি দেববর্মার কন্যা আই পি এফ টি প্রার্থী জয়ন্তী দেববর্মা কে ঘেরাও করার অভিযোগ উঠে মথার দুস্কৃতিদের বিরুদ্ধে। অমরপুর বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের পোলিং  এজেন্ট রাজীব মজুমদারের ওপর অতর্কিত হামলা চালায়  দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনায় নূতন বাজার থানার পুলিশ বিজেপি বুথ সভাপতি মিহির দেবনাথ কে আটক করে। খয়েরপুরে সিপিএমের প্রার্থী পবিত্র করের ইলেকশান এজেন্টের গাড়ি ভাঙচুর করা হয়। এবং বিশালগড় নবীনগর ২৫ নম্বর বুথে  অশান্তি কে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীকে লাঠি চার্জ করতে হয়। এতে এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দেয়।



Assembly Election 2023 :  ৬০টি বিধানসভা কেন্দ্রের কর্মীগণ ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad