আগরতলা, ২১ এপ্রিল : শুক্রবার গোটা রাজ্যেই অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরী জনজাতিদের ঐতিহ্যবাহী উৎসব বাবা গড়িয়ার পুজো। পুজো উপলক্ষে আগরতলার বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। রাজধানীর উজান অভয়নগর নেতাজি ক্লাবের উদ্যোগে ৩১ তম বাবা গুড়িয়া পূজা ও মেলা উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া দত্ত, মেয়র ইন কাউন্সিল হীরালাল দেবনাথ সহ অন্যান্যরা।
শুক্রবার ভোর থেকেই এখানে পুজো শুরু হয় বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় এবং সকাল সাতটার মধ্যেই পূজোর অধিকাংশ আচার অনুষ্ঠান শেষ হয়ে যায়। নেতাজি ক্লাবের এই বাবা গড়িয়া পুজোতে চিরাচরিত রীতিনীতি যাবতীয়টাই অনুসরণ করা হয় বলেও জানানো হয় মূলত রোগ শোক এবং সকলের সমৃদ্ধি কামনাতে এই প্রচুর আয়োজন বলে উল্লেখ করা হয়।
রাজধানীর কৃষ্ণনগর নাইট বুলেট ক্লাব গড়িয়া পুজোর আয়োজন করে। এই উপলক্ষে নাইন বুলেট ক্লাবের পক্ষ থেকে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি ক্যাটাগরিতে। প্রায় ৮০ জন প্রতিযোগী - প্রতিযোগিনী তাতে অংশগ্রহণ করে।
এদিকে গড়িয়া পূজা উপলক্ষে ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম স্কুল মাঠে মেলা এবং ২দিনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পুজোর আয়োজন করা হয়। এখানের পূজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ডাঃ রণধির চক্রবর্তী জানান, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যে ধর্মান্তকরণের একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তাকে রুখতে হলে এই সম্প্রদায়ের চিরাচরিত উৎসব অনুষ্ঠানগুলোকে বেশি করে সমাদৃত করা অত্যন্ত জরুরী । এই লক্ষ্য নিয়ে এখানে বাবা গড়িয়া পূজার আয়োজন বলে তিনি জানান । পাশাপাশি জাতি-জনজাতি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন যাতে আরো অটুট হয় এই প্রার্থনাতেও এখানে পুজোর আয়োজন বলে তিনি উল্লেখ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন