MBB Airport : পুনরায় চালু হলো প্রিপেইড অটো পরিষেবা, চালকদের ৫ হাজার টাকা ইন্সুরেন্সের মধ্যে ৪ হাজার টাকা বহন করবে সরকার - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

MBB Airport : পুনরায় চালু হলো প্রিপেইড অটো পরিষেবা, চালকদের ৫ হাজার টাকা ইন্সুরেন্সের মধ্যে ৪ হাজার টাকা বহন করবে সরকার

Share This

 


আগরতলা, ২৫ এপ্রিল : রাজ্যের জনগণের স্বার্থরক্ষায় সরকার নিয়ম ও নীতি প্রনয়ণ করে। এই নিয়ম ও নীতি সার্বিকভাবে মেনে চলা সকলের কর্তব্য। এক্ষেত্রে কোন অসুবিধা হলে সরকার ও দপ্তর তা দূর করার জন্য আন্তরিকভাবে সচেষ্ট রয়েছে। মঙ্গলবার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে প্রিপেইড অটো পরিষেবা পুনরায় চালু করে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। উল্লেখ্য, এই প্রিপেইড অটো পরিষেবা গত ৬ মাস ধরে বন্ধ ছিল। 


অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আরক্ষা, পরিবহণ, এয়ারপোর্ট অথরিটি সহ বিমানবন্দর এলাকার অটো চালক প্রতিনিধিদের নিয়ে সোমবার এই প্রিপেইড অটো পরিষেবা চালু করার জন্য এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় দেরি না করে পরদিন থেকেই এই পরিষেবা চালু করার। আগামী দিনে এই পরিষেবা চালু রাখতে সদর্থক পদক্ষেপ নেওয়া হবে। এই পরিষেবা চালু রাখার ক্ষেত্রে অটো শ্রমিকদের যেকোন ধরণের সমস্যার সমাধানে সরকার ও দপ্তর আন্তরিকভাবে পাশে থাকবে। কিন্তু কোনভাবেই যাতে এই পরিষেবা বন্ধ না হয় তার জন্য পরিবহণ মন্ত্রী অটো শ্রমিকদের প্রতি আহ্বান জানান। 


পরিবহন মন্ত্রী আরও বলেন, এখানে ২৮০ জন অটো চালক রয়েছেন। তাদের ব্যবহারের উপর বহিরাজ্য এবং বিদেশে রাজ্যের ভাবমূর্তি নির্ভর করে। পরিবহণ মন্ত্রী আশা প্রকাশ করেন গতকালের সভায়  সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক অটোচালকের যে ৫ হাজার টাকা ইন্সুরেন্স করতে হয় তাতে শুধুমাত্র ১০০০ টাকা সংশ্লিষ্ট অটোচালকে বহন করতে হবে। আর ৪০০০ টাকা সহায়তা দেবে সরকার। তিনি আশা প্রকাশ করেন তাতে অটো শ্রমিকরা সন্তুষ্ট হয়েছেন। 




অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। এছাড়াও বক্তব্য রাখেন আই জি পি (আইন ও শৃঙ্খলা) এল ডার্লং, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী, এমবিবি এয়ারপোর্ট অথরিটি ডাইরেক্টর কে সি মিনা এবং শ্রমিক নেতা বিপ্লব কর প্রমূখ। পরে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ সকল অতিধিগণ ফিতা কেটে প্রিপেইড অটো পরিষেবার কাউন্টারের দ্বারোদঘাটন করেন।



Malaria Elimination : ম্যালেরিয়া নির্মূলীকরণে এশিয়া প্যাসিফিক লিডার্স কনক্লেভে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad