Durga Puja 2023 : মহাষষ্ঠীতে রাজ্যের ধর্মনগর, কৈলাশহর, তেলিয়ামুড়া, আগরতলায় একাধিক দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Durga Puja 2023 : মহাষষ্ঠীতে রাজ্যের ধর্মনগর, কৈলাশহর, তেলিয়ামুড়া, আগরতলায় একাধিক দুর্গোৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২০ অক্টোবর: মহাষষ্ঠীর দিনেও দুর্গাপুজোর উদ্বোধনে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। গত বছরের মতো এবারও রাজ্যের প্রান্তিক শহরগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে পুজোর আনন্দে সামিল হলেন তিনি। শুক্রবার রাজ্যের উত্তর জেলা, উনকোটি জেলা, খোয়াই জেলায় পুজো উদ্যোক্তাদের ডাকে ছুটে গিয়ে একাধিক পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে শান্তি ও শৃঙ্খলা মেনে পুজোর আনন্দে অংশ নিতে সকল অংশের মানুষের প্রতি আহ্বান রাখলেন। 

অন্যান্য বারের মতো এবারও শারদোৎসব উপলক্ষে পুজো উদ্বোধনে মহকুমা শহরে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। বাস্তবিক অর্থেই তিনি যে সারা রাজ্যের মানুষের জনপ্রতিনিধি বা অভিভাবক - সেই বার্তা দিতে পুজো উদ্যোক্তাদের আহ্বানে সাড়া দিয়ে পুজোর সময়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মহাষষ্ঠীর দিনেও বিভিন্ন জায়গায় পুজো মন্ডপের উদ্বোধন করলেন তিনি। 


এদিন প্রথমে ধর্মনগরে টাউন কালীবাড়িতে দুর্গোৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। সেই সঙ্গে ধর্মনগরের নয়াপাড়া কালীবাড়িতে দুর্গোৎসবের উদ্বোধন করেন তিনি। পরবর্তী সময়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বাসভবনে‌ গিয়ে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। এদিন ধর্মনগর সফরে গিয়ে শ্রীরামকৃষ্ণ আশ্রমে আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সাথে ধর্মনগরে স্টুডেন্টস ইয়ুথ ক্লাবের সার্বজনীন দুর্গাপুজোয় মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। 


পরবর্তী কার্যক্রম হিসেবে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীপুরে 'দশ ভূজা' ক্লাব আয়োজিত দুর্গোৎসবের উদ্বোধন করেন। সেখান থেকে মহাষষ্ঠীর পুণ্যলগ্নে উনকোটি জেলার কৈলাশহরে শ্রীরামপুর সংহতি সার্বজনীন দুর্গাপূজায় সামিল হন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি কৈলাশহরে রাজ্য মন্ত্রিসভার সদস্য টিংকু রায়ের বাসভবনে‌ আয়োজিত মা দুর্গার আরাধনায় সামিল হন। এছাড়া উনকোটি জেলার কৈলাশহরে শ্রীশ্রী জগন্মাতা কৈলাসেশ্বরী কালিকাদেবী মন্দিরে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। 


দিনের অপর কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা খোয়াই জেলার তেলিয়ামুড়াতে তিনটে পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন। এরমধ্যে রয়েছে বুলেট ক্লাব, নেতাজি স্মৃতি সংঘ এবং প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব। এই অনুষ্ঠানগুলিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পাশাপাশি তেলিয়ামুড়া মহকুমার সকল অংশের জনগণকে শারদোৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গোৎসব হচ্ছে জাতি জনজাতির মিলন ক্ষেত্র। শারদোৎসবকে কেন্দ্র করে সকল অংশের মানুষের উদ্দেশ্যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। 


এদিকে, মহাষষ্ঠীর সন্ধ্যায় শহরের অন্যতম প্রাচীন ক্লাব স্ফুলিঙ্গ ক্লাবের মাতৃ বন্দনার শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া কুঞ্জবন টাউনশিপ ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত শারদোৎসবের সূচনা করে উপস্থিত পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুজো পরিক্রমায় বেরিয়ে রাধানগরস্থিত রাধামাধব উন্নয়ন সংঘের সুসসজ্জিত পুজোর শুভ উদ্বোধন করেন তিনি। এর সঙ্গে আস্তাবলস্থিত পোলস্টার ক্লাবের মাতৃ বন্দনায় অংশ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। পরে কর্নেল চৌমুহনী যুব সংস্থা আয়োজিত শারদীয়া দুর্গোৎসবেরও সূচনা করেন তিনি।


মহাষষ্ঠীর পূণ্যলগ্নে এদিন নিজ বাড়ির ১০৬ তম বর্ষের মাতৃআরাধনায় সামিল হয়ে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই উপলক্ষে স্থানীয় গরীব অংশের মানুষের মধ্যে বস্ত্রবিতরন করেন তিনি।





Agartala- Mumbai Express : আগরতলা থেকে মুম্বাই 'কামাখ্যা-লোকমান্য তিলক এক্সপ্রেস' ট্রেন পরিষেবার সূচনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad