Fire Incident in Durga Puja : জতুগৃহ রাজধানীর ব্লাডসান ক্লাবের পুজোমন্ডপ, এক লহমায় ভস্মীভূত প্রতিমা সহ পুজো মন্ডপ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Fire Incident in Durga Puja : জতুগৃহ রাজধানীর ব্লাডসান ক্লাবের পুজোমন্ডপ, এক লহমায় ভস্মীভূত প্রতিমা সহ পুজো মন্ডপ

Share This

 


আগরতলা, ১৮ অক্টোবর : শারদোৎসবের চতুর্থীর দিনে বড়সর অঘটন রাজধানী আগরতলার উজান অভয়নগরস্থিত ব্লাডসান ক্লাবে। এক আকস্মিক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় এই ক্লাবের নবনির্মিত দুর্গা প্রতিমা সহ পুজো মন্ডপ। পরবর্তী সময়ে এই খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। কিভাবে এই অঘটন এই সম্পর্কে জানতে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি এই ঘটনায় পুজো উদ্যোক্তাদের সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য পশ্চিম জেলার জেলাশাসক ড: বিশাল কুমারকে নির্দেশ দেন তিনি। 


 জানা যায়, বিদ্যুতের শট সার্কিট থেকে নির্মীয়মান পুজো মন্ডপে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা মন্ডপে। দেখতে দেখতে সব ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যথারীতি এই খবর যায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার কাছে। শারদোৎসবের আনন্দের মাঝে, মর্মস্পর্শী এই দুর্ঘটনার খবরে অত্যন্ত বিচলিত হন মুখ্যমন্ত্রী। দেরি না করে সঙ্গে সঙ্গে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দেন তিনি। পাশাপাশি রাজ্যের সকল পুজো উদ্যোক্তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করার আহ্বান রাখেন।





ঘটনাকালে একটি অনুষ্ঠানে ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা । অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই প্রশাসনের আধিকারিকদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন তিনি। ঘটনার খুঁটিনাটি বিষয়ে জানতে তিনি কথা বলেন পুজোর আয়োজক তথা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে। এলাকার শ্রদ্ধালু মানুষদের ভাবাবেগের কথা চিন্তা করে, প্রশাসনের তরফে এই আপৎকালীন পরিস্থিতিতে যা যা সহায়তা দেওয়া যায় সেবিষয়ে আশ্বস্ত করেন তিনি। 


পরবর্তীতে সংবাদ মাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যে খবর এসেছে সেটা বিদ্যুতের শট সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্তের পরই অগ্নিকাণ্ডের আসল কারণ জানা যাবে। এই ঘটনায় ক্লাব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জেলাশাসককে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পরেই, সাময়িক আঘাত কাটিয়ে বিকল্পস্থানে পুজোর আয়োজনে নেমে পড়েন ক্লাব কর্মকর্তারা।


এদিন পরিদর্শন কালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্সের চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত, পশ্চিম জেলার জেলাশাসক ড: বিশাল কুমার, জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকগণ।





Mukhyamantri Samipeshu : এখন পর্যন্ত ৯২ জন পেলেন চিকিৎসায় আর্থিক সহায়তা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad