আগরতলা, ২৫ অক্টোবর : রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু বুধবার বিকেলে রাজ্যে এসেছেন। তাঁকে রাজভবনে টিএসআর'র পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনপ্রমুখ।
এর আগে নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নরুকে বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও পুলিস সুপার।
Guard Honor to Governor : বিদায়ী রাজ্যপালকে গার্ড অব অনার, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন