আগরতলা, ২৬ অক্টোবর : রাজভবনের দরবার হলে বৃহস্পতিবার সকালে রাজ্যের নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু শপথ গ্রহণ করেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের পর ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অন অনার দেওয়া হয়।
এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়, প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, এডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে ও রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্যপালের স্ত্রী সহ তার আত্মীয় পরিজন।
শপথ গ্রহণের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু বলেন, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও তাঁর সরকারের সহযোগিতা নিয়ে তিনি রাজ্যে প্রশাসনে স্বচ্ছতা, ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিয়ে রাজ্যের উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। ত্রিপুরার রাজ্যপালের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করায় তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু এক প্রেস নোটে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাছাড়াও আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাঁদেরকেও রাজ্যপাল অভিনন্দন ও শুভেচ্ছা জানান। রাজ্যপাল প্রেস নোটে রাজ্য ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের যারা নাগরিকদের সহযোগিতায় আমাদের রাজ্য তথা দেশের সুরক্ষার জন্য সীমান্তে, আকাশে ও সমুদ্রে প্রহরারত রয়েছেন তাদেরকেও অভিনন্দন জানান।
প্রেস নোটে রাজ্যপাল আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানকে এক বিশেষ মূহুর্ত হিসেবে অভিহিত করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নন্নু বলেন, সমৃদ্ধ, স্বনির্ভর ও উত্তর-পূর্বাঞ্চলের এক মডেল রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে তার সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। রাজ্যের নাগরিকদের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের আওতায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার যোগ্য নেতৃত্বে। রাজ্যপালের দায়িত্বভার অর্পণ করে তার প্রতি আস্থা রাখায় তিনি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করানোয় রাজ্যপাল ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি ও অনুষ্ঠানে উপস্থিত সমস্ত আধিকারিক, সংবাদমাধ্যম, সমাজসেবী ও আত্মীয় পরিজনদেরও ধন্যবাদ জানান। রাজ্যপাল বলেন, ত্রিপুরা হাইকোর্টের দুই বিচারপতির শপথ গ্রহণের অনুমোদনপত্রে স্বাক্ষর করার মধ্যদিয়ে তিনি ইতিমধ্যে তাঁর কাজ শুরু করেছেন। রাজ্যপাল জানান, রাজ্যের নাগরিকদের সেবায় তিনি কাজ করে যাবেন।
Governor of Tripura : রাজ্যে এলেন নবনিযুক্ত রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন