আগরতলা, ১২ অক্টোবর : পাগলা কুকুরের কামড়ে আহত শিশু বৃদ্ধ সহ কমকরেও ৩২ জন। ঘটনা বৃহস্পতিবার শহর আগরতলার পূর্বাংশ জিরানিয়া থেকে কল্যাণী এলাকায়। জানা গেছে জিরানিয়ার আশপাশ এলাকা থেকে একটি সাদা রঙের কুকুর উন্মুক্ত তাণ্ডব চালায়। পথ চলতি সাধারণ মানুষ, রাজার দোকানের মালিক সহ যাকে কাছে পেয়েছে তাকেই বেপরোয়া ভাবে কামড়ে দিয়েছে। উন্মুক্ত কুকুরটি তার তান্ডব লীলা আগরতলার কল্যাণী এলাকা পর্যন্ত চালিয়ে গেছে। এতে আগরতলার জিবিপি হাসপাতাল ও আই জি এম হাসপাতালে কম করেও শিশু বৃদ্ধসহ ৩২ জন চিকিৎসা নিয়েছেন।
বেশিরভাগ আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে রাজধানীর আইডিএম হাসপাতালে নিয়ে যায়। রীতিমত চিৎকার চেঁচামেচিতে ব্যপক ভিড় দেখা দেয় হাসপাতালে। আহত এক ব্যক্তির পরিবারের সদস্য জানিয়েছেন কুকুরটা দেখতে সাদা রঙের। বয়স হবে অনেকটাই বেশি, জিরানিয়া থেকে এই কুকুরটি স্থানীয়দের কামড় দিয়ে কল্যানী পর্যন্ত আসে । মোট ৩২ জনকে আঘাত করেছে বলে জানান তিনি। এদিকে আহতদের বর্তমানের চিকিৎসা চলছে রাজধানীর আইজিএম ও জিবিপি হাসপাতালে। চিকিৎসকরা আহতদের তড়িগড়ি রেভিস ইনজেকশন শরীরে পুশ করে প্রাথমিক চিকিৎসা শুরু করেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কুকুরটিকে দ্রুত আটক করার দাবি উঠেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন