আগরতলা, ২ অক্টোবর : আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হজাগিরি নৃত্যগুরু পদ্মশ্রী সত্যরাম রিয়াং সোমবার ভোরে দশমী রিয়াং পাড়ায় তাঁর নিজ বাস ভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে সত্যরাম রিয়াংয়ের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি ২ ছেলে ও ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে গেছেন। হজাগিরি নৃত্যে অসামান্য অবদানের জন্য ভারত সরকার ২০২১ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করে।
হজাগিরি নৃত্যের প্রবাদ প্রতীম শিল্পী ও নৃত্যগুরু সত্যরাম রিয়াং এর প্রয়াণে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘পদ্মশ্রী সত্যরাম রিয়াৎ এর প্রয়াণ রাজ্যের সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি। ঐতিহ্যবাহী হজাগিরি নৃত্যকে বিশ্বমাঝে তুলে ধরার ক্ষেত্রে সত্যরাম রিয়াৎ এর অসাধারণ অবদান রয়েছে। জনজাতিদের নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির চর্চা, প্রসার ও উন্নতিতে নৃত্যগুরু সত্যরাম রিয়াং এর অবদান রাজ্যবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত সত্যরাম রিয়াং এর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
নৃত্যগুরু সত্যরাম রিয়াং এর মৃত্যু সংবাদ পেয়ে অসংখ্য গুণমুগ্ধ মানুষ শান্তিরবাজারের পূর্ব কাঁঠালিয়া এডিসি ভিলেজস্থিত দশমী রিয়াং পাড়ায় প্রয়াতের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা মরদেহে পুষ্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা জানান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা রিপন চাকমা ও বরিষ্ঠ তথ্য আধিকারিক রাজেশ দেবনাথ এদিন সকালে দশমী রিয়াং পাড়ায় গিয়ে প্রয়াত সত্যরাম রিয়াং এর মরদেহে মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন