Drug Trafficking : জুমেরঢেপা এলাকাবাসীর হাতে আটক ১, রাজনগরে উদ্ধার ৬৪ বোতল বিলেতি মদ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Drug Trafficking : জুমেরঢেপা এলাকাবাসীর হাতে আটক ১, রাজনগরে উদ্ধার ৬৪ বোতল বিলেতি মদ

Share This

 


আগরতলা, ০৫ নভেম্বর : ৪টি ব্রাউন সুগারে কন্টেইনার সহ জুমেরঢেপা এলাকাবাসীর হাতে আটক এক যুবক। ঘটনা রবিবার দুপুরে। তাকে মেলাঘর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আটক যুবকের নাম নাজির হোসেন। এদিকে পুলিশ ও টিএসআর কর্মী যৌথ ভাবে নেশা বিরোধী অভিযানে নামে রাজনগর ব্লকের রাধানগর এলাকায় । রাধানগর এলাকার মানিক সরকারের বাড়িতে চলে এই অভিযান। এই অভিযানে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৪ বোতল বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। যদিও বা কাউকে গ্ৰেপ্তার করতে পারে নি পুলিশ।


অপরদিকে রাজনগর ব্লকের রাঙ্গামুড়া বিওপি , বিএসএফ ৬৯ ব্যাটালিয়ান রাধানগর কাটা তার ভারত বাংলা সীমান্তের সংলগ্ন স্থান থেকে উদ্ধার করে অবৈধভাবে মজুত করে রাখা গাঁজা। গতকাল গভীর রাতে সীমান্ত এলাকায় টহল দিতে গিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা এই বস্তা বন্দি অবস্থায় গাঁজা উদ্ধার করে ‌ । গাঁজা উদ্ধার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ জওয়ানরা। মোট ছেচল্লিশ কেজি গাঁজা উদ্ধার করে বিএসএফ।





 NIT Agartala : এনআইটি-আগরতলার ১৮তম সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ৪৫ জনকে দেওয়া হল পিএইচডি ডিগ্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad