Assembly News : বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে হলো ৭৫ লক্ষ টাকা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Assembly News : বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে হলো ৭৫ লক্ষ টাকা

Share This


 আগরতলা, ০৫ জানুয়ারি : বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শুক্রবার রাজ্য বিধানসভায় এই ঘোষণা দেন। তিনি সবাইকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে একজন বিধায়ক বর্তমানে ৫০ লক্ষ টাকা পর্যন্ত নিজ বিধানসভা এলাকায় ব্যয় করতে পারেন। বর্তমানে সেই হিসাবে এই প্রকল্পের জন্য ৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু এই অর্থের পরিমাণ বাড়ানোর জন্য অনেকেই দাবী জানিয়ে আসছিলেন। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের অর্থ ৫০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭৫ লক্ষ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার এক প্রশ্নের লিখিত উত্তরে উচ্চশিক্ষা মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জানান ২০২১, ২০২২ ও ২০২৩ সালের ৩১ আগষ্ট পর্যন্ত সরকারিভাবে রাজ্যে ৩টি সাধারণ ডিগ্রী কলেজ স্থাপন করা হয়েছে। এগুলি হচ্ছে সাধারণ ডিগ্রী কলেজ পানিসাগর, সাধারণ ডিগ্রী কলেজ পুরাতন আগরতলা এবং শ্রী অরবিন্দ সাধারণ ডিগ্রী কলেজ (ইংলিশ মিডিয়াম), আগরতলা। 


 মুখ্যমন্ত্রী জানান, সরকারিভাবে ৩টি সাধারণ ডিগ্রী কলেজ ছাড়াও প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) রাজ্যে ১টি আইন কলেজ স্থাপন করা হয়েছে। এটি হচ্ছে জিরানীয়া 'ল' কলেজ, মোহনপুর, জিরানীয়া। এছাড়াও বেসরকারিভাবে স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মিশন কলেজ' নামে একটি কলেজ পশ্চিম ভুবনবন, আগরতলায় চালু রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, নতুন কলেজ নির্মাণ করার ক্ষেত্রে সাধারণত যে জায়গায় কলেজ নির্মাণ করা হবে সেখানে ঐ এলাকার নিকটবর্তী উচ্চ মাধ্যমিক স্কুল থেকে পাশ করা ছাত্রছাত্রীর সংখ্যা, কলেজের চাহিদা, কলেজ করার মতো উপযুক্ত স্থান এবং নিকটবর্তী এলাকার অন্যান্য কলেজের অবস্থান ইত্যাদি বিষয়কে বিবেচনা করে অগ্রাধিকার দেওয়া হয়।


এদিন অধিবেশনের শুরুতেই বিধায়ক সুরজিত দত্ত এবং বিধায়ক শামসুল হকের মৃত্যুতে বিধানসভায় শোক জ্ঞাপন করা হয়েছে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত দুই বিধায়কের স্মৃতিচারণ করে তাঁদের দীর্ঘ রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডের তথ্য তুলে ধরে শ্রদ্ধা জানান। তিনি প্রয়াত দুই বিধায়কের পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। সব শেষে বিধানসভার সদস্যগণ দুই মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে প্রয়াত দুই বিধায়কের প্রতি শ্রদ্ধা জানান।






Meenakshi Lekhi : ঊনকোটি প্রত্নতাত্বিক পর্যটন কেন্দ্র পরিদর্শনে কেন্দ্রীয় বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad