Cyclone : ঘূর্ণিঝড় ও বজ্রাঘাতে লন্ডভন্ড রাজ্যের বিভিন্ন এলাকা, মৃত্যু ১ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cyclone : ঘূর্ণিঝড় ও বজ্রাঘাতে লন্ডভন্ড রাজ্যের বিভিন্ন এলাকা, মৃত্যু ১

Share This


 আগরতলা, ৩১ মার্চ : শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকা ব্যাপক ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। বহু পুরনো গাছ ভেঙে পড়ে মানুষের বাড়িঘরে, এমনকি যানবাহনের উপরেও । বেশ কয়েকটি রাস্তার উপর গাছ উপড়ে পাড়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দেয়। রবিবার সকালে ঘূর্ণিঝড়ের সাথে ব্যাপক বজ্রপাতে উদয়পুরের রাজনগর এলাকায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম শ্যামল দেবনাথ নামে এক ব্যক্তির বয়স ৪৮। জানা গেছে প্রতিদিনকার মতো এদিনও রাবার বাগানে কশ তোলার জন্য গিয়েছিলেন তিনি । হঠাৎই বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে  তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পার্শ্ববর্তী দুজন লোক দেখতে পেয়ে  তৎক্ষণাৎ গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত বলে ঘোষণা করেন।


ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায় আগরতলা শহরেও। এদিন সকালে ৫০ বছর পুরনো গাছ ভেঙ্গে পড়ে জিবি হসপিটাল এর মূল গেইট বন্ধ হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় এ এম সির কর্মীরা গাছ কেটে পরিষ্কার করলেন রাস্তা। জগৎপুর এলাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা। ভেঙে পড়ে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি । চরম দুরভোগে পড়েন এলাকাবাসী।


কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড রূপ নেয় বিশালগড় মহকুমার কমলাসাগর বিস্তীর্ণ এলাকা। রবিবার সকালে আচমকা কালবৈশাখী ঝড়  বিধানসভার লেম্বু তলী ধনছড়ি গকুলনগর রাস্তার মাথা এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। এই এলাকার অধিকাংশ মানুষের বাড়ি ঘর ভেঙে তছনছ লন্ডভন্ড বিদ্যুৎ সংযোগ। এদিনের প্রবল ঝড়ে কমলা সাগর বিধানসভার বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মাটিতে পড়ে যায়, আবার কোন কোন জায়গায় বৈদ্যুতিক তারে গাছ পড়ে  বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাছ পরে বন্ধ হয়ে যায় আগরতলা কমলাসাগর সড়ক। রাস্তা পরিষ্কার করতে হাত লাগায় টি এস আর।   কয়েকটি পরিবার বাড়িঘর ছেড়ে ইতিমধ্যে আশ্রয় নিয়েছে লেম্বু তলী স্কুলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিক প্রসেনজিৎ দাস।


আচমকা এই ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা লিখেন, "গতকাল মধ্য রাতে এবং আজ সকালের ঘূর্ণিঝড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশকিছু ঘরবাড়ি সহ বিদ্যুৎ ব্যবস্থা, কৃষকদের উৎপাদিত ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।" তিনি আরও লিখেন, "বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে ক্ষতিগ্রস্ত খুঁটি এবং পরিবাহী তার মেরামতির কাজে সকাল থেকেই কাজ শুরু করেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বিভিন্ন স্থানে রাস্তায় ভেঙ্গে পড়া গাছ ইতিমধ্যেই পরিস্কার করা হয়েছে।" ক্ষতিগ্রস্ত পরিবার গুলির প্রতি সহমর্মিতা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী লিখেন, "ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার।"







Loka Sabha Election 2024 : ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৯,  ৭-রামনগরের উপনির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad