Loka Sabha Election 2024 : ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৯, ৭-রামনগরের উপনির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Loka Sabha Election 2024 : ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতায় ৯, ৭-রামনগরের উপনির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায়

Share This

 


 আগরতলা, ৩০ মার্চ : ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী। শনিবার ছিলো এই সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষদিন। এই সংসদীয় আসনে স্বীকৃত জাতীয় ও রাজ্য রাজনৈতিক দলসমূহের প্রার্থীগণ হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের আশিষ কুমার সাহা ও ভারতীয় জনতা পার্টির বিপ্লব কুমার দেব। নিবন্ধনকৃত রাজনৈতিক দলসমূহের প্রার্থীগণ হলেন সোস্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিষ্ট)-এর অরুণ কুমার ভৌমিক ও রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ)-এর অর্ণব রায়। অন্যান্য প্রার্থীগণ হলেন গৌরী শংকর নন্দী (নির্দল), বলরাম দেববর্মা (নির্দল), ব্রজলাল দেবনাথ (নির্দল), মিলনপদ মুড়াসিং (নির্দল) ও রমেন্দ্র রিয়াং (নির্দল)। 


অপরদিকে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন ভারতীয় জনতা পার্টির দীপক মজুমদার ও ভারতের কমিউনিষ্ট পার্টির (মার্কসবাদী) রতন দাস। এখানেও আজ ছিলো ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষদিন। 


১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের নির্বাচন ও ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে এদিন পশ্চিম জেলার জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ১-ত্রিপুরা পশ্চিম সংসদীয় ক্ষেত্রের জেনারেল অবজারভার বিবেক এ ভিমানোয়ার এই সভায় সভাপতিত্ব করেন। সভায় এক্সপেনডিচার অবজারভার প্রদীপ শর্মা ও পুলিশ অবজারভার রাম কুমার উপস্থিত ছিলেন। সভায় লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয় ও নোডাল অফিসারদের করণীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। সভায় নির্বাচনী কাজে নিযুক্ত মাইক্রো অবজারভার, প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগ সংক্রান্ত বিষয়, পোলিং স্টেশনের পরিকাঠামো, ভোটের কাজে ব্যবহৃত যানবাহনের বিষয়েও অবজারভারগণ খোঁজখবর নেন। পশ্চিম ত্রিপুরা জেলায় ৭৯০টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। সভায় নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করা হয়। সভায় পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, ১৪ জন এআরও এবং নির্বাচনের কাজে নিযুক্ত ১৬ জন নোডাল অফিসার উপস্থিত ছিলেন।






Good Friday : মরিয়মনগর চার্চ পরিদর্শন করলেন রাজ্যপাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad