Death By Drowning : ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে ৪ জেলে, উদ্ধার ৩ জনের দেহ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Death By Drowning : ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে ৪ জেলে, উদ্ধার ৩ জনের দেহ

Share This

 


আগরতলা, ২৪ মার্চ : শনিবার ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে পরে জলে তলিয়ে গেল চার  জেলে। উদ্ধার দলের বহু চেষ্টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার হয়েছে জলের তলি থেকে। একজনের খোঁজে চলেছে তল্লাশি। মর্মান্তিক এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।


ঘটনার বিবরণে প্রকাশ, অন্যান্য দিনের মতো ডম্বুর জলাশয়ে মৎস্য স্বীকার করতে গেলেও রাতের আচমকা ঝরে নিখোঁজ হয়ে যায় চার চার জন মৎস্যজীবী। মুহূর্তের মঞ্চেই এই খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী সহ দমকল কর্মীরা নিখোঁজ হয়ে যাওয়া মৎস্যজীবীদের উদ্ধারে নিজেদের নিয়োজিত করে। তবে এলাকাবাসী ও দমকল কর্মীদের তৎপরতায় রবিবার তিনজনের নিথর দেহ উদ্ধার করা গেলেও কোন হদিশ নেই একজনের।


 শনিবার রাত আনুমানিক ১ টা নাগাদ কালবৈশাখীর তান্ডব দেখে ডম্বুরে কেচ কালচারে উৎপাদিত জিওল মাছের রক্ষণাবেক্ষণের ঘরে আশ্রয় নিয়েছিলেন চার মৎস্যজীবী। এরা হলেন হরি দাস (৪৫), প্রদীপ দাস (৪৬), জ্যোতিষ মল্লিক (৫০) এবং সনজিৎ নন্দী (৪২)। আচমকা কালবৈশাখীর তাণ্ডবে সংশ্লিষ্ট ঘর সহ ডুম্বুরের গভীর জলাশয়ে তলিয়ে যায় এই চারজন। 


এদিকে নৌকো নিয়ে ঘাটে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, অবশেষে সদানন্দ পারায় তাদের নৌকা দেখতে পাওয়া যায়, প্রথম দিকে দমকলের কর্মীরা উদ্ধারের চেষ্টা করলেও উদ্ধার করতে পারেনি, তারপর দ্বিতীয়বার পুনরায় চেষ্টা করলে নিখোঁজ হরি দাসের নিথরদেহ উদ্ধার করা সম্ভব হয়, পরবর্তী সময়ে জ্যেতিস মল্লিক ও প্রদীপ দাসের দেহ উদ্ধার করা হয়েছে বলে খবর। এখনও উদ্ধার হয়নি সনজিৎ নন্দীর মৃতদেহ। 


জানা গেছে সদানন্দ পাড়া এলাকার ডুম্বর জলের তলদেশে কেচ কালচারে অনেক মৎস্যজীবীদের জাল থাকার ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি এই বিষয়ে নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "ডম্বুর জলাশয়ে ঘূর্ণিঝড়ের ফলে একটি দূর্ভাগ্যপূর্ণ দুর্ঘটনায় চার জন মৎসজীবি নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে  আমি অবগত হয়েছি। প্রশাসনের তত্ত্বাবধানে ইতোমধ্যেই তাঁদের একজনের দেহ উদ্ধার করা সম্ভবপর হয়েছে এবং বাকি তিনজনের খোঁজ চলছে, আমি নিহত ব্যক্তির পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। রাজ্য সরকার এই কঠিন পরিস্থিতিতে তাঁদের পরিবারের পাশে রয়েছে।"




Judicial conclave : ত্রিপুরা জুডিশিয়্যাল একাডেমিতে বার্ষিক জুডিশিয়্যাল কনক্লেভে সুপ্রিম কোর্টের বিচারপতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad