আগরতলা, ২৫ মার্চ : সারা দেশ ও সমগ্র রাজ্যের সঙ্গে আজ রাজভবনেও রঙের উৎসব হোলি উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিশেষভাবে সক্ষম শিশু, ইসকনের সাধুগণ, সমাজসেবী, রাজভবনের আধিকারিক ও কর্মীগণের সঙ্গে হোলি উৎসবে সামিল হন। হোলি উৎসব উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পীগণ দোল এবং হোলির গান পরিবেশন করেন।
এদিন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ রাজভবনে এসে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুকে হোলির শুভেচ্ছা জানান এবং এই উৎসবে সামিল হন। অনুষ্ঠানে রাজ্যপালের সচিব ইউ কে চাকমা, উপসচিব রতন ভৌমিক উপস্থিত ছিলেন। বিভিন্ন সংগঠন, আধিকারিক ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজ্যপাল তাদের হোলির শুভেচ্ছা জানান।
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু রাজ্যবাসীকে হোলি উৎসবের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগেও দোল উৎসব উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন মন্দিরগুলিতে হয় বিশেষ পূজার্চনা।
Death By Drowning : ডুম্বুর জলাশয়ে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের কবলে ৪ জেলে, উদ্ধার ৩ জনের দেহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন