নতুন দিল্লি, ২৬ মার্চ : দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে ফিলিপিন্সের সমুদ্রসীমা নিয়ে বিরোধের মধ্যেই বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ফিলিপিন্সের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। ম্যানিলায় আজ ফিলিপিন্সের বিদেশমন্ত্রী এনরিক মানালোর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। শ্রী জয়শঙ্কর বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব জাতীয় সার্বভৌমত্ব রক্ষার অধিকার রয়েছে। আসিয়ান দেশগুলির মধ্যে সংহতি এবং ঐক্য বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
বিদেশমন্ত্রী বলেন, UNCLOS ১৯৮২ সব পক্ষকে মেনে চলতে হবে। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভারত ও ফিলিপিন্সের মধ্যে সহযোগিতা বৃদ্ধি বিশেষভাবে জরুরি।
এদিকে দূষণ নিয়ন্ত্রণে ভারতীয় উপকূলরক্ষীবাহিনীর বিশেষ জাহাজ ‘সমুদ্র পেহরেদার’ ফিলিপিন্সের ম্যানিলা উপসাগরে পৌঁছেছে। আসিয়ানভুক্ত দেশগুলিতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সামুদ্রিক দূষণ মোকাবিলার ক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে এক বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই সফর। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম, চেতক হেলিকপ্টার সহ জলের মধ্যে ছড়িয়ে পড়া তেল পরিষ্কারের নানা সামগ্রী রয়েছে এই জাহাজটিতে। আগামী মাসের ১২ তারিখ পর্যন্ত সেটি ফিলিপিন্স, ভিয়েতনাম এবং ব্রুনেইতে মোতায়েন থাকবে। গত বছর দূষণ নিয়ন্ত্রণ জাহাজ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফর করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন