আগরতলা, ২৭ মার্চ : বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে বুধবার আগরতলা কাঁপিয়ে সু পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার মনোনয়ন পত্র পেশ করেন। পশ্চিম জেলার রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং অতিরিক্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র পেশ করেন মেয়র দীপক মজুমদার।
আইপিএফটি এবং তিপ্রামোথা দলের সমর্থিত বিজেপি মনোনীত এই প্রার্থীদ্বয়ের মনোনয়ন পত্র কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর, মহারাজ প্রদ্যোৎ কিশোর দেকার্মন, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী রতন লাল নাথ, প্রনজিৎ সিংহ রায়, বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সহ-সভানেত্রী পাপিয়া দত্ত, মহিলামোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার, যুবমোর্চার সহ-সভাপতি অমিতাভ নন্দী, প্রসেনজিৎ ঘোষ, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সহ আগরতলা পুরনিগমের ৫০ জন কর্পোরেটর, উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ হাজার হাজার বিজেপি কর্মীরা। মিছিল থেকে স্লোগান উঠে রেকর্ড ভোটে জয়ী করুন বিপ্লব কুমার দেব ও দীপক মজুমদারকে।
এদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা এবং রতন দাশ, ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সিপিআইএম প্রার্থী রতন দাশ মিছিল করে জেলা শাসক অফিসে এসে মনোনয়নপত্র দাখিল করেন। এই কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম দলের বরিষ্ঠ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ কর্মীরা অংশ নেন। অথচ ঘোষনা সত্বেও এদিনের কর্মসূচিতে এলেন না সর্বভারতীয় কংগ্রেস নেতা কানাহাইয়া কুমার। এই বিষয়টিকে নিয়ে সমালোচনা করতে ছাড়েনি শাসকদল বিজেপি বিজেপি। তাঁদের অভিযোগ, বরাবরের মতো এবারও ধাপ্পা দেয়া হয়েছিল কানাইয়া কুমার আসবে বলে। তবে দলের প্রার্থীর পরাজয় নিশ্চিত জেনেই এই নেতা ত্রিপুরায় পা রাখেননি বলে বিজেপির দাবি।
উল্লেখ্য, ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে ইতিমধ্যেই বহুজন মুক্তি পার্টির ব্রজলাল দেবনাথ, নির্দল প্রার্থী রমেন্দ্র রিয়াং, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া (এ) এর অর্ণব রায়, নির্দল প্রার্থী বলরাম দেববর্মা, নির্দল প্রার্থী (আদি বিজেপি) মিলনপদ মুড়াসিং, এসইউসিআই (সি) এর প্রার্থী অরুণ কুমার ভৌমিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, আগামী ১৯ এপ্রিল ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণ করা হবে।
Foreign Policy : ফিলিপিন্সের বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে জয়শঙ্কর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন