আগরতলা, ২৮ মার্চ : ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী কৃতি দেবী দেববর্মা মনোনয়নপত্র পেশ করেন। ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার সাজুবাহিদ এ-এর কাছে তিনি মনোনয়নপত্র পেশ করেন।
এদিকে গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় সেক্টর অফিসার ও নোডাল অফিসারদের করণীয় বিষয়গুলি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া নির্বাচনী কাজে নিযুক্ত প্রিসাইডিং অফিসার সহ মাইক্রো অবজারভারদের নিয়োগ সংক্রান্ত বিষয়, পোলিং স্টেশনের পরিকাঠামো, পানীয়জল ও বিদ্যুৎ পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন। সভায় তিনি নিরপেক্ষ ও অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করেন। কোনও ধরনের অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেন। সভায় জেলাশাসক তড়িৎকান্তি চাকমা, পুলিশ সুপার নমিত পাঠক, এআরও, নির্বাচনের কাজে নিযুক্ত নোডাল অফিসারগণ উপস্থিত ছিলেন।
অপরদিকে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) পুনীত আগরওয়ালের সভাপতিত্বে আজ বিলোনীয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে আসন্ন লোকসভার সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করা হয়। ভোটগ্রহণকে কেন্দ্র করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণ কেন্দ্রগুলির অবস্থা, ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি ও ভোটগণনার প্রস্তুতি সম্পর্কে সিইও অবগত হন। ভোটগ্রহণ সম্পর্কে সিইও নির্বাচন কমিশনের নির্দেশাবলীর বিস্তারিত আলোচনা করেন ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন আধিকারিক তথা দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারগণ, সেক্টর অফিসার (সিভিল ও পুলিশ), সকল জেলা পর্যায়ের নোডাল অফিসার, জেলা পুলিশ সুপার অশোক সিনহা, সীমান্ত সুরক্ষা বাহিনীর ৯৬, ৬৯, ১০৯ এবং ৪৩ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্টগণ, দক্ষিণ ত্রিপুরার সিএপিএফের কোম্পানি কমান্ডার, মহকুমা পুলিশ আধিকারিকগণ সহ পুলিশের ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ। সভায় মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অব পুলিশ (এ পি) জি এস রাও এবং সিআরপিএফের ত্রিপুরা সেক্টরের আইজিএফ স্টেট ফোর্স কো-অর্ডিনেটর দর্শনলাল গোলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন