আগরতলা, ০২ মার্চ : শনিবার নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে তিপ্রামোথা দলের সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন, ত্রিপুরা সরকারের প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় । এতে রাজ্যের জনজাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষায় একগুচ্ছ প্রতিশ্রুতি সহ ত্রিপুরার শান্তি ও উন্নয়নের স্বার্থে এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে স্বাক্ষর করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিপ্রামোথা দলের প্রেসিডেন্ট বিজয়ের রাঙ্খল, বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। ত্রিপুরা সরকারের পক্ষে স্বাক্ষর করেন মুখ্য সচিব জেকে সিনহা এবং কেন্দ্রীয় সরকারের পক্ষের স্বাক্ষর করেন গৃহ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পিযুষ গোয়েল।
এদিন স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তিতে যা লেখা রয়েছে,
" দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল অ্যালায়েন্স/তিপ্রা, তিপ্রামোথা নামে পরিচিত এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সম্প্রতি একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার ভিত্তিতে, ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং (তিপ্রা) ত্রিপুরার আদিবাসীদের সমস্ত সমস্যা বন্ধুত্বপূর্ণভাবে সমাধান করতে সম্মত হয়েছে। ইতিহাস, ভূমি অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা ইত্যাদি সম্পর্কিত।"
এই চুক্তির দ্বিতীয় প্যারায় উল্লেখ রয়েছে, "তিপ্রাসাদের স্বার্থে সম্মানজনক সমাধান নিশ্চিত করার জন্য উপরে উল্লিখিত সমস্ত বিষয়ে পারস্পরিক সম্মত পয়েন্টগুলি কাজ এবং বাস্তবায়নের জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ/কমিটি গঠনের জন্য সম্মত হয়ওয়া গেছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য একটি অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য, সমস্ত স্টেকহোল্ডাররা স্বাক্ষরের দিন থেকে কাজ শুরু করবেন এবং এই সময়ের মধ্যে যেকোনো ধরনের আন্দোলন/বিক্ষোভ করা থেকে বিরত থাকবেন।"
তিপ্রামোথা দলের সাথে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা ও শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্য আধিকারিকরা। চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে লিখেন, "ভারত সরকার,ত্রিপুরা সরকার এবং জনজাতি গোষ্ঠীর নেতৃত্বের মধ্যে আজ ঐতিহাসিক এক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এই চুক্তির ফলে জনজাতি অংশের মানুষদের সুবর্ণ ইতিহাসকে যেমন মর্যাদা দেয়া হয়েছে, তেমনি বর্তমান সময়ের বাস্তবতাকেও মান্যতা দেয়া হয়েছে। দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজি, মাননীয় স্বরাষ্ট্র ও সমন্বয় মন্ত্রকের মাননীয় মন্ত্রী শ্রী অমিত শাহজির প্রতি এই ঐতিহাসিক চুক্তি সম্পাদনের জন্য রাজ্য সরকার ও ত্রিপুরাবাসীর পক্ষে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।"
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,
"রাজ্যের জনজাতিদের প্রতি সম্মান জানিয়ে স্বাক্ষরিত এই ত্রিপাক্ষিক চুক্তি, তাঁদের সার্বিক বিকাশ ও ত্রিপুরার সর্বাঙ্গীন উন্নয়নে অগ্রণী ভূমিকা নেবে l এই বলিষ্ঠ পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ জিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা l"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন