Train Accident : লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা, মৃত ২, আহত ২০ এর অধিক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Train Accident : লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা, মৃত ২, আহত ২০ এর অধিক

Share This

 


কোলকাতা, ৩০ জুলাই : ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখার সোয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে পটোবেড়া গ্রামের কাছে মঙ্গলবার সকালে হাওড়া- মুম্বাই মেলের ১৮ টি বগি লাইনচ্যুত হলে দুজনের মৃত্যু হয়। আহত আরো ৫০ জন। যদিও রেল সুত্রের খবর গুরুতর আহত হয়েছেন এক জন, ৪ জন অল্প আহত হয়েছেন।  উদ্ধার কাজ চালানোর সময় বি - ফোর কোচ থেকে দুই যাত্রীর  দেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতাল গুলিতে ভর্তি করা হয়েছে।


ঝাড়খন্ডের চক্রধরপুর ডিভিশনের রাজখারসোয়ান এবং বরাবাম্বু স্টেশনের মাঝে এই রেল দুর্ঘটনায় রেল মন্ত্রক, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা, সাধারণ ভাবে আহতদের জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।



Videsh Samparka Programme : রাজ্য অতিথিশালায় 'বিদেশ সম্পর্ক অনুষ্ঠান'


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad