Wayanad Landslide : কেরলের ওয়েনাডেতে ভূমিধসে মৃত কমপক্ষে ১৪৩, এখনও চাপা পড়ে শতাধিক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Wayanad Landslide : কেরলের ওয়েনাডেতে ভূমিধসে মৃত কমপক্ষে ১৪৩, এখনও চাপা পড়ে শতাধিক

Share This

 


তিরুবন্তপুরম, ৩১ জুলাই  : কেরালার ওয়েনাড়ে মঙ্গলবার ভোরে  প্রবল বর্ষণে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪৩ জনের । শতাধিক লোকধংসস্তূপের নীচে চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ১২৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্ডাক্কাইলের ঐ ঘটনায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে কাজে লাগানো হয়েছে। ত্রাণ কাজে সাহায্যের জন্য বায়ুসেনা একটি এমআই সেভেন্টিন এবং একটি এএলএইচ হেলিকপ্টার সুলুর থেকে সেখানে যাচ্ছে। অত্যধিক বৃষ্টিরফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।


 রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সবরকম পদক্ষেপ করা হয়েছে। ভূমিধসের খবর পাওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী বিজয়নের সঙ্গে টেলিফোনে কথাবলেছেন। কেন্দ্রের তরফে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন তিনি।  


এই ঘটনা সম্পর্কে  কেরালার মুখ্যমন্ত্রী  সাংবাদিকদের  বলেন, ৩৪ টি দেহ চিহ্নিত করা সম্ভব হয়েছে। রাত দুটো নাগাদ প্রথম ভূমিধ্বসের ঘটনাটি ঘটে। এরপরে  ভোর চারটে দশ নাগাদ আরো একবার ভূমিধ্বসের কবলে পড়ে   ওয়েনাড়।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M.K.স্ট্যালিন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল C.V.আনন্দ বোস , কেরালার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সব রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। উদ্ধারের কাজে NDRF ও অন্যান্য সংস্থার সঙ্গে সামিল হয়েছে সেনাবাহিনী। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে, মুন্ডাক্কাই, চূড়ামালা, আট্টামালা এবং নুলপুঢ়া গ্রাম। বহু মানুষ চালিয়ার নদীতে ভেসে গেছেন বলে আশঙ্কা করা হছে। উদ্ধারকারী দলের ২২৫ জন সেনাকর্মীর মধ্যে রয়েছেন চিকিৎসক দল’ও। বায়ুসেনার দুটি হেলিকপ্টারকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে।


 ভয়ঙ্কর এই বিপর্যয়ে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করে কেরালা সরকার থেকে দুদিন শোক পালনের কথা ঘোষণা করেছে। এই সময় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিকে, আবহাওয়া দপ্তর, ওয়েনাড়, কান্নুর, ইডুক্কি, মালাপ্পুরাম, কোঢ়িকোড় সহ রাজ্যের আটটি জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে।   




Train Accident : লাইনচ্যুত হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের ১৮টি কামরা, মৃত ২, আহত ২০ এর অধিক


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad