Har Ghar Tiranga : এন‌এস‌এস এর উদ্যোগে আগরতলায় তিরঙ্গা র‍্যালী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Har Ghar Tiranga : এন‌এস‌এস এর উদ্যোগে আগরতলায় তিরঙ্গা র‍্যালী

Share This

 


আগরতলা, ১২ আগস্ট : হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিতে সোমবার আগরতলায় তিরঙ্গা র‍্যালী অনুষ্ঠিত হয়। যুব বিষয়ক ও ক্রীড়াদপ্তরের এন এস এস শাখা এই তিরঙ্গা র‍্যালীর আয়োজন করে। উমাকান্ত একাডেমী মাঠে পতাকা নেড়ে এই র‍্যালীর সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়াদপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী। তিরঙ্গা র‍্যালীতে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা, যুব বিষয়ক ও ক্রীড়াদপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সত্যব্রত নাথ, এন এস এস প্রোগ্রাম আধিকারিক প্রবাল কান্তি দেব ছাড়াও বিভিন্ন মহাবিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ, ছাত্র-ছাত্রীগণ, এন এস এস স্বেচ্ছাসেবীগণ, বিভিন্ন সামাজিক সংস্থার সদস্য-সদস্যাগণ ও যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ অংশ নেন।


তিরঙ্গা র‍্যালীর সূচনা করে যুব বিষয়ক ও ক্রীড়াদপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের জন্য গত ৯ আগস্ট থেকে রাজ্যে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি শুরু হয়েছে। চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সারা দেশেই এই ধরণের অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তিনি বলেন, হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিতে রাজ্যে তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র‍্যালি, তিরঙ্গা রানস এন্ড ম্যারাথনস, তিরঙ্গা কনসার্টস, তিরঙ্গা ক্যানভাস, তিরঙ্গা প্লেজ, তিরঙ্গা ট্রিবিউট, তিরঙ্গা মেলা ও তিরঙ্গা সেলফি'র আয়োজন করা হচ্ছে। তিনি এই ধরণের কর্মসূচির সফল বাস্তবায়নে রাজ্যের সকল অংশের জনগণের সহযোগিতা কামনা করেন। বর্ণাঢ্য এই তিরঙ্গার র‍্যালিটি আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।




Illegal Entry : ভারত বাংলা সীমান্ত দিয়ে অব্যাহত অবৈধ অনুপ্রবেশ, প্রশ্নের মুখে ত্রিপুরায় সীমান্ত নিরাপত্তা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad