আগরতলা, ১১ আগস্ট : বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে বিভিন্ন এলাকা থেকে আটক ৮ জন বাংলাদেশী নাগরিক। সেদেশে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে যদিও সীমান্ত সীল রয়েছে, তার পরেও ব্যাপকভাবে ত্রিপুরায় অনুপ্রবেশের ঘটনায়, সীমান্ত নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। এমনকি ধৃতদের কারো কারো হাতে পাওয়া যাচ্ছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পত্র আধার কার্ডও।
জানা গেছে কমলাসাগর সীমান্তের মধুপুর গোডাউন এলাকা থেকে বিএসএফের হাতে আটক হয় দুই বাংলাদেশী মহিলা। পরে তাদের হরিহরদোলা ক্যাম্পে নিয়ে টানা জিজ্ঞাসাবাদের পর শনিবার সন্ধ্যায় দুজনকে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাদের বক্তব্য অনুযায়ী ভারতীয় দু- তিনজন পাচারকারীর সহযোগিতায় তাঁরকাটা বেড়ার নিচ দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করে। তাদের হাতে ছিল আগরতলা রেল স্টেশন থেকে কলকাতা যাওয়ার টিকিট। ধৃতদের মধ্যে একজনের নাম ফারজানা আক্তার, বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলায় ও অন্যজনের নাম আরেফা বেগম, বাড়ি বগুড়া জেলায়।
অপরদিকে আগরতলা থেকে বাংলাদেশী চারজনকে গত রাতে স্থানীয়রা পাকড়াও করে এনসিসি থানার হাতে তুলে দেয়। তাদের কাছে ভুয়া ভারতীয় আধার কার্ড পাওয়া যায় ঘটনা নন্দননগর সরকার পাড়া কুয়াটার কমপ্লেক্স বিমাশঙ্কর কালী মন্দিরের পাশে। জানা গেছে ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের রাজশাহী জেলার বাসিন্দা।
একই রকম ভাবে এতো সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই রোহিঙ্গা যুবক যুবতীকে আটক করে। এই বিষয়ে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রী সরকার জানান, রবিবার কাকভোরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক যুবতীকে দেখতে পায়। পুলিশের উপস্থিতি দেখে ঐ যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম। তারা মায়ানমারের বাসিন্দা। আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল। পুলিশের প্রাথমিক ধারনা, ধৃতরা ঊনকোটি জেলার ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ। একান্ডে স্হানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সাথে এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হয়েছে।
Governor of Telangana : মান্দাইয়ের খরাঙ কমিউনিটি হলে যীষ্ণু দেববর্মাকে নাগরিক সংবর্ধনা প্রদান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন