RG Kar Incident : চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

RG Kar Incident : চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই

Share This


 কোলকাতা ২৫ আগস্ট : আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে পলিগ্রাফ টেস্ট করানোর জন্য সিবিআইয়ের একটি টিম প্রেসিডেন্সি জেলে পৌঁছেছে। আজই তার এই পরীক্ষা হওয়ার কথা। গতকাল সিবিআইয়ের টিমটি অভিযুক্তের সঙ্গে কথা বলেছে ও পরিকাঠামোও খতিয়ে দেখে গেছে। এই টিমটির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও জেলে গেছে বলে জানা যায়।


এদিকে, আর জি করের দুর্নীতির তদন্তে সিবিআই আজ একযোগে কলকাতা ও সংলগ্ন এলাকায় ১৫ জায়গায় তল্লাশি চালায়। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে ভোর থেকেই তল্লাশি চলছে। প্রায় চার ঘন্টার ওপর তাকে টানা জেরা করা হয়।

সিবিআইয়ের আর একটি টিম দুপুর সাড়ে ১২ টা নাগাদ তার বাড়ি ঢোকে। আর জি কর হাসপাতালের অধ্যক্ষের ঘর সহ বিভিন্ন জায়গাতেও আজ তল্লাশি চালানো হচ্ছে।


সিবিআইয়ের অপর একটি দল কেষ্টপুরে ঐ হাসপাতালের ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে পৌঁছেছে। এন্টালিতে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। নতুন সুপার মানস বন্দোযপাধ্যায় হাসপাতালে পৌঁছনোর পর তাকে নিয়ে প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সুপারের ঘরে যান সিবিআই তদন্তকারীরা। পাশাপাশি তদন্তকারীদের একটি দল হওড়ায় হাটগাছার বাসিন্দা মেডিকেল সাপ্লায়ার বিপ্লব সিং-এর বাড়িতেও পৌঁছে যান। তাকে এদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।




Tripura Flood : রাজ্য সরকারকে সর্বোত সহযোগিতা করার আশ্বাস দিলেন সর্বদলীয় নেতৃত্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad