RG Kar Incident : ২৭ আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তারব্যবস্থা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

RG Kar Incident : ২৭ আগস্ট ছাত্র সমাজের নবান্ন অভিযানের কথা মাথায় রেখে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তারব্যবস্থা

Share This

 


কোলকাতা, ২৬ আগস্ট : ছাত্র সমাজের নবান্ন অভিযানের কথা মাথায় রেখে কঠোর নিরাপত্তারব্যবস্থা করা হচ্ছে। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। জেলা থেকে উচ্চ পদস্থপুলিশ আধিকারিকদের নিয়ে আসা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২১ জন আইজি, ডিআইজি পদমর্যাদার অফিসার থাকবেন বলে খবর। এছাড়াও, ডিসি, এডিসিপি, এসিপি সহ একাধিক পদমর্যাদার আধিকারিকরাও থাকবেন। সোমবারের মধ্যে সব পুলিশবাহিনীকে নবান্ন সংলগ্ন বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্দিরতলা, চাটার্জি হাট, শিবপুর, কাজিপাড়া, ক্যারি রোড, শালিমার, বি গার্ডেন এলাকায় আইনশৃঙ্খলা ঠিক রাখতে সব রকম পদক্ষেপ নেওয়াহবে। কোনা এক্সপ্রেসওয়ে ও  ফোরশোর রোডে যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্তব্যবস্থা নেওয়া হচ্ছে।


এদিকে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের দিন অক্সিজেন সিলিন্ডার, দুধ, এলপিজি র মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া মাল বহনকারী গাড়ির ক্ষেত্রে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রন করা হবে। আগামীকাল ভোর চারটে থেকে রাত দশটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, ডায়মন্ডহারবার রোড, গার্ডেনরিচ রোড, হাইড রোড, কোল বার্থ রোড, কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড সহ মধ্য কলকাতার স্ট্র্যান্ড রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউর মত মোট ২৪টি রাস্তা দিয়ে কোন পন্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। 


অপরদিকে আর জি কর নিয়ে ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদী পড়ুয়াদের কন্ঠরোধে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাঠগড়ায় দাঁড় করানোর অভিযোগ তুলে প্রধান শিক্ষক শিক্ষিকাদের সংগঠন অ্যাডভান্সন্ড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর সদসরা আজ কলকাতার কলেজ স্ট্রিটে বিক্ষোভ ও ধর্না কর্মসূচী পালন করে। এই নিয়ে প্রতিবাদী পড়ুয়াদের আন্দোলনকে থামিয়ে দিতে বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের প্রতি যে সরকারি নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকারা তার কড়া সমালোচনা করেন। এরপরে তারা একটি মিছিলে অংশ নেন।     

 



RG Kar Incident : চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সঞ্জয় পলিগ্রাফ টেস্ট করাচ্ছে সিবিআই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad