Tripura Flood : সারা রাজ্যে গত তিন দিনে ১৭৯৯ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Tripura Flood : সারা রাজ্যে গত তিন দিনে ১৭৯৯ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন

Share This


 আগরতলা, ২৮ আগস্ট : রাজ্যে বন্যা পীড়িতদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক সহ সমস্ত স্তরের কর্মচারীরা। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা এখন পর্যন্ত ১,২৩৬ বার ত্রাণ শিবিরগুলিতে পরিদর্শন করেছেন। সারা রাজ্যে গত তিন দিনে ১৭৯৯ টি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়, যাতে ১৯,১৬৯ জন পুরুষ, ১৪,৮৯৫ মহিলা ও ৮৭৩৬ জন শিশুসহ মোট ৪২,৮০০ জন চিকিৎসা পরিষেবা লাভ করেছেন।


 বন্যায় সম্পূর্ণ বিচ্ছিন্ন গ্রামগুলোতে উত্তাল নদী নৌকা দিয়ে পেরিয়ে, বুক জল পায়ে হেঁটে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা পৌঁছে যাচ্ছেন। প্রবল বর্ষণ, দুর্গম রাস্তাঘাট পেরিয়ে স্বাস্থ্যকর্মীরা দায়বদ্ধতা নিয়ে পথ চলছেন। পৌঁছে যাচ্ছেন জলমগ্ন এলাকাগুলিতে। ত্রাণ শিবিরে হাজার হাজার মানুষ আশ্রয় গ্রহণ করেছেন। তাদের কাছে মেডিকেল টিম পৌঁছে প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করছেন। জলবাহিত রোগ ও পতঙ্গবাহিত রোগ সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। 


এই বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে ২৩,৫৫২ টি পরিবারের ৩৫,৯৯৩ (পুরুষ- ১৭,১৪১, মহিলা- ১৩,৩৯৮ এবং শিশু- ৫,৪৫৪) জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বন্যা কবলিত এলাকাতে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে মোট ২০০০ ব্যাগ ব্লিচিং পাউডার, ২ লক্ষ ওআরএস প্যাকেট, ২০ লাখ হ্যালোজেন ট্যাবলেট, ১০ লাখ জিঙ্ক ট্যাবলেট এবং জ্বরের ওষুধ, স্কিন লোশন এবং পর্যাপ্ত পরিমাণে মলম বিভিন্ন এলাকায় বিতরণ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।



RG Kar Incident : পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জ, বুধবার ১২ ঘন্টা বাংলা বন্ধের ডাক বিজেপির

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad